কাপ্তাইয়ে পপুলার বীমার মেয়াদোত্তীর্ণ চেক হস্তান্তর ও কর্মী সমাবেশ
॥ মোঃ কবির হোসেন ॥
রাঙ্গামাটির কাপ্তাই শাখার পপুলার লাইফ ইন্সুরেন্স কোঃলিঃ ইসলামী বীমা তাকাফুল চেক হস্তান্তর ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪জুন) সকালে তাকাফুল প্রকল্প কাপ্তাই শাখার এই চেক হস্তান্তর ও কর্মী সমাবেশ হয়।
এতে সভাপতিত্ব করেন কাপ্তাই নতুনবাজার শাখা ইনচার্জ দিদারুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন, পপুলার লাইফ ইন্সুরেন্স কোঃলিঃ উধবতন উপব্যবস্থাপনা পরিচালক নওশের আলী নাঈম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তাকাফুল প্রকল্প নির্বাহী পরিচালক মুহাম্মদ ফরিদ উদ্দিন নিজামী, মো.বেলাল উদ্দিন চট্রগ্রাম প্রকল্প ইনচার্জ ইসলামী তাকাফুল বীমা, কাপ্তাই প্রেসক্লাব সভাপতি মোঃ কবির হোসেন,ইউপি সদস্য সিরাজুল ইসলাম ও এজিএম তোফাজ্জল হোসেন প্রমুখ। প্রধান অতিথি সকলকে ঘরে,ঘরে একটি করে বীমা করার আহবান জানান। পরে মেয়াদোত্তীর্ণ চেক হস্তান্তর করা হয়।