বিনামূল্যে সরকারি আইনগত সহায়তা প্রাপ্তির বিষয়ে সচেতনতামূলক সভা
॥ জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি ॥
খাগড়াছড়িতে আন্তর্জাতিক দাতা সংস্থা ‘সিডা’র অর্থায়নে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরি সহায়তায় জাবারাং কল্যাণ সমিতি কর্তৃক বাস্তবায়নাধীন ওয়াই-মুভস প্রকল্প উদ্যোগে কিশোর-কিশোরীদের নিয়ে জেলা পর্যায়ে সরকারি আইনগত সহায়তা প্রাপ্তির বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ‘যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার এবং শিশু সুরক্ষা বিষয়ক স্থানীয় নেটওয়ার্কের বিষয়েও আলোচনা করা হয়।
সোমবার (১৩জুন) বিকাল ৩টায় জেলা শহরের খাগড়াপুরস্থ জাবারাং রিসোর্স সেন্টারে এটি অনুষ্ঠিত হয়। সভায় জাবারাং এর নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারি জজ রাজীব দে।
প্রধান অতিথির বক্তব্যে রাজিব দে, কিশোর-কিশোরী প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও যুব ফোরামের প্রতিনিধিবৃন্দের সাথে ব্যক্তিগত, পারিপার্শ্বিক বা সামাজিক বিভিন্ন আইনগত সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা করেন এবং প্রযোজ্য ক্ষেত্রে পরামর্শ প্রদান করেন।
জেন্ডার ভিত্তিক সহিংসতা, পারিবারিক নির্যাতন, সম্পত্তিতে নারীর অধিকার, উত্তরাধিকার সূত্রে পিতার কাছ থেকে একাধিক পুত্র-কন্যার সন্তানদের সম্পত্তির সমবন্টন, বাল্যবিবাহ, ঝুঁকিপূর্ণ শিশু শ্রম ও ১২-১৪ বছর বয়সী শিশুদের দ্বারা টমটম চালনা বিভিন্ন যাত্রীবাহী বা মালবাহী পরিবহনে হেলপারের কাজে যুক্ত হওয়া এবং স্কুলছাত্রীদের ইভটিজিং শিকার ইস্যুগুলো থেকে পরিত্রাণ পাবার উপায় নিয়ে নানারকম প্রশ্নের সম্ভাব্য উপায় নিয়ে কথা বলেন জেলা লিগ্যাল এইড অফিসার রাজীব দে।
এদিকে সভাপতির বক্তব্যে মথুরা বিকাশ ত্রিপুরা বলেন, বিনামূল্যে আইনী সহায়তা বিষয়ে প্রত্যন্ত অঞ্চলে শতভাগ মানুষই অবগত নই। সেজন্য আমাদের সকলকে এ বিষয়ে জানানো দরকার। নারীদের সুরক্ষার জন্য বিবাহ রেজিষ্ট্রেশন থাকার বিষয়টিও তিনি গুরুত্ব সহকারে তুলে ধরেন। সামাজিক ভাবে বিয়ে হলেও লিখিত দলিল অর্থাৎ বিবাহ রেজিষ্টেশন আমাদের আইনি জটিলতা বিষয়ে অনেকাংশে কমিয়ে আনবে।
উম্মুক্ত আলোচনায় জাবারাং সংস্থার কর্মসূচী সমন্বয়কারী বিনোদন ত্রিপুরার সঞ্চালনায় বক্তব্য রাখেন, আনন্দ সংস্থার আঞ্চলিক ব্যবস্থাপক বিজয় বালা, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের আহবায়ক সাধন কুমার চাকমা, খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির প্রোগ্রাম কো-অর্ডিনেটর গীতিকা ত্রিপুরা, এডভোকেসি অফিসার পিংকী বড়ুয়া, এনসিটিএফ প্রতিনিধি শচীন দাশ, আলো প্রতিনিধি সৌমেন তালুকদার প্রমুখ।