[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

[/vc_column_text][/vc_column][/vc_row]

নাইক্ষ্যংছড়িতে সাড়ে ১৯ হাজার ইয়াবাসহ আটক ২

৪১

॥ মুঃ মুবিনুল হক মুবিন, নাইক্ষ্যংছড়ি ॥

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম থেকে সাড়ে ১৯ হাজার ইয়াবা সহ ২ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৩ জুন) সকাল সাড়ে ৭ টার তাদেরকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের আজুখাইয়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন, ঘুমধুমের বাইশফাঁড়ি গ্রামের ক্যাচাচিং তংচঙ্গার ছেলে উথোই মং তঞ্চঙ্গা (১৯) ও মংচাচিং তঞ্চঙ্গার ছেলে রাজু তঞ্চঙ্গা (১৫)।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ টানটু সাহা বলেন, পুলিশ আইন-শৃংখলা রক্ষাসহ অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি সীমান্ত চোরাকারবারীদের বিষয়ে সজাগ রয়েছে। এছাড়া রোহিঙ্গাদের বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ সদা সতর্ক আছে। বিশেষ করে মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশের প্রতিটি টিম। তারই ধারাবাহিকতায় এই অভিযান। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।