বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি প্রতিবাদে দীঘিনালায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
॥ মোঃ সোহেল রানা,দীঘিনালা ॥
ভারতে ক্ষমতাসীন দল বিজেপির মূখপাত্র নুপুর শর্মা ও গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দাল কর্তৃক বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ (সাঃ) ও উম্মুল মুমিনীন হযরত আয়েশা ছিদ্দীকা (রাঃ) সম্পর্কে অবমাননাকর মন্তব্যের নিন্দা ও প্রতিবাদে দীঘিনালা উপজেলাবাসী এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।
সোমবার(১৩জুন) সকাল ৯টায় দীঘিনালা উপজেলার কলেজ গেইট সংলগ্ন বঙ্গবন্ধু চত্বরের উপজেলার ইমাম ওলামা ও সর্বন্তরের তাওহীদি জনতা আয়োজনে মানববন্ধন ও নিন্দা প্রতিবাদ সমাবেশ স্বাগত বক্তব্য রাখেন দীঘিনালা ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ রুহুল আমীন, ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদ সহ-সভাপতি মাওলানা হামীদ উল্লাহ নোমান, ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদ নির্বাহী সদস্য মাওলানা মোহাম্মদ ইসহাক, দীঘিনালা আহলে সুন্নাত ওয়াল জামাআত এর সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহজাহান আল’কাদেরী, ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদ প্রচার সম্পাদক মাওলানা কাউসার আজীজী, ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদ সহ-সাধারন সম্পাদক মাওলানা ফয়েজ আহমদ নোমানী, কবাখালী জালালাবাদ জামে মসজিদ পেশ ইমাম মাওলানা আব্দুস সবুর আল’কাদেরী, ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদ উপদেষ্টা মাওলানা শেখ বাহার উল্লাহ,বাবুপাড়া গাওসুল আজম জামে মসজিদ খতিব মাওলানা আসলাম উদ্দীন, ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদ উপদেষ্টা মাওলানা নুরুল আবছার নদভী, ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদ উপদেষ্টা মাওলানা মোঃ ইলিয়াছ, ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদ উপদেষ্টা মাওলানা আব্দুল্লাহ মেহেরী, ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদ সভাপতি মাওলানা জামালুল হাসান (জামীল), ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদ সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহিউদ্দীন বিন সুরুজ প্রমূখ।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তরা বলেন, ভারতে ক্ষমতাসীন দল বিজেপির মূখপাত্র নুপুর শর্মা ও গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দাল কর্তৃক বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ (সাঃ) ও উম্মুল মুমিনীন হযরত আয়েশা ছিদ্দীকা (রাঃ) সম্পর্কে অবমাননাকর মন্তব্যে বাংলাদেশ সরকাকে রাষ্টীয় ভাবে নিন্দা প্রস্তাব আনতে হবে। মুসমান কখনো কোনে ধর্ম নিয়ে কটুক্তি করে না, ইসলাম ধর্ম শান্তি ধর্ম। ভারতীয় সকল পন্য বর্জন করা আহবান জানান।