[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
[/vc_column_text][/vc_column][/vc_row]

প্যারালাইসড রোগীর পাশে আটারকছড়া হেল্পফুল ফাউন্ডেশন

৪২

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥

আটারকছড়া হেল্পফুল ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় প্যারালাইসড রোগী মোঃ বেলাল হোসেনকে নগদ আর্থিক সহয়তা প্রদান করা হয়েছে।

সোমবার (১৩ জুন) বিকাল ৫.০০টার সময় সংগঠনের নেতৃবৃন্দরা প্যারালাইস রোগী মোঃ বেলাল হোসেন এর নিজ বাড়িতে গিয়ে এ নগদ সহায়তা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃজালাল হোসেন মালেক,ইউপি সচিব আল আমিন ইমরান, মোঃ শামসুদ্দীন সদস্য সচিব ও মোঃশাহীন আলম মাষ্টার ও মোঃ মামুন রশীদ ও মোঃ ইব্রাহীম খলিল ও সুমন তালুকদার প্রমূখ।

উল্লেখ্য যে গত ৫মে-২০২২ ইং সংগঠনটি আটারকছড়া ইউনিয়ন ভিত্তিক “মকনবতা ঐক্যবদ্ধতা শান্তি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সংগঠনে কার্যক্রম শুরু হয়।