দীঘিনালায় পবিবার পরিকল্পনার উদ্বুদ্ধকরণ কর্মশালা
॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট স্লোগানকে ধারণ করে খাগড়াছড়ি দীঘিনালায় উপজেলায় তদনিম্ন পর্যায় জনপ্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী ও যুব সংগঠনের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গের অংশগ্রহণে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুন) সকাল ১০টায় আইইএম ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে আয়োজনে উদ্বুদ্ধকরণ কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পরিবার পরিকল্পনা সহকারি পরিচালক ডা. সুভাষ বসু চাকমা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প.প. কর্মকর্তা ডা. তনয় তালুকদার প্রমূখ। বোয়ালখালী ইউনিয়ন এর পরিবার পরিকল্পনা ইউনিয়ন পরিদর্শক মোঃ কামরুজ্জামান সুমন এর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্যে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিচু দেওয়ান বলেন, উপজেলা ও তদনিম্ন পর্যায়ে জনপ্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী ও যুব সংগঠনের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গে নিজ এলাকায় বাল্য বিবাহ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে পারে। পরিকল্পিত পরিবার গঠন, বাল্য বিয়ে ও কৈশোরে গর্ভধারণ প্রতিরোধ, কিশোর কিশোরীদের প্রজননস্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের যত্ন এবং জেন্ডার বিষয়ে প্রচার ও জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।
প্রধান অতিথি বক্ত্যেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাশেম বলেন, দেশ গড়া দায়িত্ব নিয়েছে বঙ্গবন্ধুর কন্যা প্রশানমন্ত্রী শেখ হাসিনা আর মানুষ গড়া দায়িত্ব সকলে বাল্য বিবাহ রোধে সকলকে স্ব স্বা অবস্থান থেকে কাজ করতে হবে প্রচারের মাধ্যমে সচেতনতা সৃষ্টি করতে হবে।