আড়াই যুগ পর ন্যায্য মূল্য ধান কিনল জুরাছড়ি খাদ্যগুদাম
॥ স্মৃতি বিন্দু চাকমা, জুরাছড়ি ॥
রাঙ্গামাটি জুরাছড়ি উপজেলার দীর্ঘ আড়াই যুগ পেরিয়ে এবার কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্য দিয়ে ধান কেনার শুরু করেছে জুরাছড়ি খাদ্য অধিদপ্তর। বিগত ১৯৯২ সালে জুরাছড়ি উপজেলা খাদ্য গুদাম উদ্যোগে এভাবে ধান কিনেছিল সরকার। এবার ২০২২ সালে বর্তমান সরকার কৃষকদের কথা বিবেচনা করে তারা যাহাতে উৎপাদিত শষ্য ন্যায্যমূল্য দাম পায় সেজন্য কৃষকদের কাছ থেকে ধান কিনে নিচ্ছে সরকার।
সোমবার (১৩ জুন ) সকালে জুরাছড়ি উপজেলা খাদ্যগুদামে ফিতা কেটে এসব কর্মসূচী শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা। এছাড়াও উপস্থিত ছিলেন জুরাছড়ি উপজেলা নির্বাহী অফিসার জীতেন্দ্র কুমার নাথ, ইউআরসি মোরশেদুল আলম সহ খাদ্যগুদামের কর্মকর্তা বৃন্দ।
খাদ্য পরিদর্শক রতন লাল চাকমা জানান, এবছর গরীব কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ধান ২৭ টাকা দামে জুরাছড়ি উপজেলার কৃষকদের থেকে ৬৫ মেঃ টন ধান কেনার সিদান্ত দিয়েছে সরকার। উদ্বোধনের প্রথম দিনে কৃষকদের কাছ থেকে ৩ মেঃ টন ধান কিনেছে খাদ্যগুদাম। তিনি আশা প্রকাশ করেন সরকারের নির্ধারিত টার্গেট পূরণ হবে।