[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

[/vc_column_text][/vc_column][/vc_row]

লংগদুতে বিশ্ব নবী মোহাম্মদ(স:) কে অপমানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১০৬

॥ মোঃ আলমগীর হোসেন ,লংগদু ॥

রাঙ্গামাটির লংগদু উপজেলায়, উপজেলা ইমাম সমিতির উদ্যোগে নবী হযরত মোহাম্মদ (স:) ও তার স্ত্রীদের নিয়ে ভারতের নুপুর শর্মা ও নভিন জিন্দালের করা কটুক্তির প্রতিবাদে বিশাল সমাবেশ ও র‌্যালী অনুষ্ঠিত হয়। রবি বার (১২ জুন) সকাল দশটায় বাইট্টাপাড়া বাজার হতে প্রায় দুই কিলোমিটার পথ মিছিল দিয়ে, লংগদু উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম এসে সকল ধর্মপ্রাণ মুসলিম জনতা এক হয়।

লংগদু উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল মতিনের পরিচালনায়, এবং জাতীয় ইমাম সমিতির সভাপতি মাও সোহেল আহম্মদ এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, বায়তুশ শরফের প্রধান ফোরকান আহমদ,মাইনী মাদ্রাসার প্রধান ফেরদৌস আলম, সাবেক ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন, মাও এ এল এম সিরাজুল ইসলাম,মাও আমিনুর রশিদ প্রমুখ।

বক্তারা বলেন, আমরা মুসলিম জাতি বীরের জাতি আমরা আমাদের ইসলাম ও নবী রাসুলকে নিজের জীবনের চেয়ে বেশী ভালোবাসি। ভারতের নুপুর শর্মা ও নভিন জিন্দাল আমাদের নবী ও তার স্ত্রীদের নিয়ে যে কটুক্তি করেছে তা আমরা কখনো মেনে নিতে পারিনা। আমরা বাংলাদেশ সরকারের কাছে আহবান করবো রাষ্ট্রীয় ভাবে সংসদে নিন্দা প্রস্তাব পাশের মাধ্যমে প্রতিবাদ জানানো হোক। এবং উক্ত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য ভারত সরকারের প্রতি আহবান জানানো হয়। এসময় বক্তারা আরো বলেন, যার ধর্ম নেই সে পশুর মত। কারণ কোন পশু পাখির কখনো ধর্ম থেকে। তারা হুশিয়ারি করে বলেন, যদি ভারত সরকার তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেয় প্রয়োজন হলে আমরা আবারো বিশাল আন্দোলনে নামতে বাধ্য হবো।