[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

খাগড়াছড়িতে টিআইবি’র প্যাকটা প্রকল্পের অবহিতকরণ সভা

৪৩

॥ দহেন বিকাশ ত্রিপুরা,খাগড়াছড়ি ॥

খাগড়াছড়িতে টিআইবি’র নতুন প্রকল্প “পার্টিসিপেটরি অ্যাকশন এগেইনেস্ট করাপশন: টুওয়ার্ডস ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি (প্যাকটা)” বিষয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২জুন) দুপুরে সচেতন নাগরিক কমিটি (সনাক) এর আয়োজনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়। সচেতন নাগরিক কমিটি (সনাক), খাগড়াছড়ি’র সভাপতি প্রফেসর বোধিসত্ত্ব দেওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি।

অনুষ্ঠানে সনাকের সহ-সভাপতি লালসা চাকমার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাবের, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিনিয়া চাকমা প্রমুখ। এতে স্বাগত বক্তব্য দেন সনাকের সদস্য ও জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা।

উন্মুক্ত মৌখিক আলোচনায় বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা মোঃ হুমায়ন কবির, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মনিরুল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন। এতে জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, টিআইবি, সনাক ও ইয়েস সদস্যবৃন্দ এতে অংশ নেন।

দুই ঘন্টাব্যাপী আয়োজিত সভায় জানানো হয়, টিআইবি বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে স্থানীয় পর্যায়ে সচেতন নাগরিক কমিটি (সনাক) এর মাধ্যমে দুর্নীতিবিরোধী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এর সঙ্গে সামঞ্জস্য রেখে অধিকতর অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সঙ্গত ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা এবং দুর্নীতি প্রতিরোধে অবদান রাখতে পার্টিসিপেটরি অ্যাকশন এগেইনেস্ট করাপশন টুওয়ার্ডস ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি (প্যাকটা) প্রকল্প গ্রহণ করেছে। পাঁচ (০৫) বছর মেয়াদী প্রকল্পটি (জানুয়ারি ২০২২-ডিসেম্বর ২০২৬) ইতোমধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার-এর এনজিও বিষয়ক ব্যুরোর অনুমোদন গ্রহণ করেছে। যার প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২শ ২৪ কোটি ৫৬লক্ষ ৪০হাজার টাকা। খাগড়াছড়ির জন্য ৫বছরের প্রস্তাবিত বাজেট ৩৫লক্ষ ৫৫হাজার টাকা। তবে এর বাজেট বৃদ্ধি হতে পারে বলে জানান টিআইবির চট্টগ্রাম ক্লাস্টারের কো-অর্ডিনেটর মোঃ জসীম উদ্দিন।

প্রকল্পের বাজেটের ‘ফরেন, কমনওলেথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এসিডিএ)’, সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন (এসডিসি) এবং দ্যা সুইডিস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কোঅপারেশন এজেন্সি (এসআইডিএ) উন্নয়ন সহযোগি হিসেবে অর্থায়ন করেছে।