আলীকদমে কুরুকপাতা ইউনিয়নে ডায়রিয়া রোগীদের খাওয়ার স্যালাইন বিতরণ
॥ আলীকদম উপজেলা প্রতিনিধি ॥
বান্দরবানের আলীকদম উপজেলার অন্তর্গত দূর্গম পাহাড়ী জনপদ ৪নং কুরুকপাতা ইউনিয়নে ডায়রিয়া আক্রান্ত রোগীদের সুরক্ষা জন্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির পক্ষ হতে খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে।
রবিবার (১২ জুন) দুপুরে উপজেলার দূর্গম পাহাড়ি জনপদ ৪নং কুরুকপাতা ইউনিয়নে ডায়রিয়া আক্রান্ত রোগীদের মাঝে কুরুকপাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ আওয়ামী লীগ আলীকদম উপজেলা শাখার আয়োজনে বিভিন্ন পাড়ার কারবারি ও স্থানীয় জন সাধারণের মাঝে খাওয়ার স্যালাইন,পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট বিতরণ করা হয়।
৪নং কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপুং ম্রোর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুংড়ি মং মার্মা, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।
কুরুকপাতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিদ্যামনি ত্রিপুরার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফোগ্য মার্মা সাবেক চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, আলীকদম উপজেলা শাখা,এনুচা মার্মা সাবেক সভানেত্রী উপজেলা মহিলা আওয়ামী লীগ,আলীকদম উপজেলা শাখা।
খাওয়ার স্যালাইন বিতরণের সময় প্রধান অতিথি দুংড়ি মং মার্মা বলেন, ৪নং কুরুকপাতা ইউনিয়নে ডায়রিয়া আক্রান্ত রোগীদের সুরক্ষা জন্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী পার্বত্য রত্ন জননেতা বীর বাহাদুর উশৈসিং এমপির নির্দেশে ২,৫০০ প্যাকেট খাবার স্যালাই বিতরণ করা হচ্ছে। তিনি আরও বলেন আপনারা যদি সচেতন হন তাহলে দ্রুত সময়ে ডায়রিয়া ও ম্যালেরিয়া রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে, জনগণের উদ্দেশ্য করে বলেন আপনারা সব সময় পরিস্কার পরিচ্ছন্ন থাকবেন, নদীর পানি, ঝিরি পানি খাওয়ার আগে বিশুদ্ধ করণ ট্যাবলেট অথবা পানি গরম করে ফুটানো পর খাওয়ার জন্য বলেন। সবাই কে স্বাস্থ্য সম্মত টয়লেট ব্যবহার করতে বলেন।