আগামী ১৫ জুন লংগুদুর বিপক্ষে খেলবেন বরকল টিম
॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥
জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট,বালক-বালিকা(অনুর্ধ্ব-১৭) আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় আগামী ১৫ জুন রাঙ্গামাটি মারী স্টেডিয়ামে লংগুদু উপজেলার বিপক্ষে খেলবেন বরকল উপজেলা টিম। শুক্রবার (১১ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে বরকল উপজেলা প্রশাসনের অফিসিয়াল পেইজে এ তথ্য নিশ্চিত করা হয়।
বরকল ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক টিটু দেওয়ান এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, বরকল উপজেলা টিম জয়ী হবার সম্ভাবনা বেশি। এবং লংগুদু উপজেলাকে হারিয়ে বরকল জয়লাভ করবে এক্ষেত্রে তিনি আশাবাদী।
তিনি আরো জানান,বরকল টিম জেলা পর্যায়ে যেকোনো টিমের সাথে মুখোমুখি খেলতে বরকল ক্রীড়া সংস্থা থেকে যতটুকু সম্ভব সাপোর্ট দেয়া হচ্ছে। আর জেলা পর্যায়ে খেলোয়াড়রা ভালো পারফরমেন্স করলে অবশ্যই জেলা ক্রীড়া সংস্থার এবং বরকল উপজেলা প্রশাসনের সহযোগিতা থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।