বান্দরবানে এক যুবকের রহস্যজনক মৃত্যু
॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥
বান্দরবানের রহস্যজনকভাবে দেলোয়ার হোসেন (১৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত দেলোয়ার হোসেন(১৭), সে কুহালং ইউনিয়নের ৪নং ওয়ার্ড নতুন চড়ুই পাড়া আহমদ হোসেনের ছেলে বলে জানা গেছে ।
শনিবার (১১জুন) সকালে সদর উপজেলা কুহালং ইউনিয়নে পূর্বমুসলিম পাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। এবিষয়ে নিশ্চিত করেছেন বান্দরবান অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল।
নিহত যুবকের স্ত্রী রুবী বলেন, স্বামী বাড়িতে না থাকার কারণে নিজ বাবার বাসায় ঘুমাতে যান। সকালে নিজ ঘরে এসে ডাকা-ডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে পিছনে ঘরে ঢুকে দেখেন স্বামীর খাটে উপর পড়ে আছে।
রুবী আরো বলেন, স্বামীকে উঠানোর চেষ্টা করলে কোন সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীদেরকে জানান। পরে ইউপি মেম্বারও চেয়ারম্যান কে জানায়। নিহত ভাই আনোয়ার হোসেন বলেন, তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
কুহালং ইউনিয়নের চেয়ারম্যান মংপু মার্মা বলেন, স্থানীয়রা খবর দিলে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন বলে জানান।
বান্দরবান অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল বলেন, ঘটনাস্থল থেকে যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের শেষে বিস্তারিত বলা যাবে।