গুইমারার হাফছড়ি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্টিত
॥ মাইন উদ্দিন বাবলু,গুইমারা ॥
খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়ায় অবস্থিত হাফছড়ি উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০২২ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (১১ জুন) সকাল ১০ টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় অনুষ্ঠানে হাফছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফছড়ি উচ্চ বিদ্যালয়ের সভাপতি কংজরী চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে ছিলেন হাফছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংশে চৌধুরী। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্য শিক্ষার্থীদের অভিভাবকসহ বিদ্যালয়ের সকল শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক মোহাম্মদ ফরিদ উদ্দিন। এছাড়াও বিদায়ী শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন রাজিয়া সুলতানা এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে থেকে বক্তব্য রাখেন দশম শ্রেণির শিক্ষার্থী তানজিনা আক্তার।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, শিক্ষার্থীরা যেন মনোযোগ সহকারে লেখাপড়া করে সুনাগরিক হয়ে গড়ে ওঠে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে।
আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। আগামী দিনে তোমাদেরকেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে। দেশে সু-শাসন প্রতিষ্টায় তোমাদেরই যোগ্য নাগরিক হিসেবে তৈরি হতে হবে। তবেই দেশ দূর্নীতি ও সন্ত্রাস মুক্ত হবে।
বক্তব্য শেষে বিদায়ী ছাত্র-ছাত্রীদের সফলতা কামনা করে মিলাদ ও বিশেষ মোনাজাত করা হয়।