[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

খুঁজে পাওয়া যাচ্ছেনা “জাহানারা বেগমকে”

৪৮

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

বান্দরবানের লামা উপজেলায় জাহানারা বেগম (৫৫) নামে এক নারীকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। সে উপজেলার গজালিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড বটতলী গ্রামের মোঃ হান্নান মিয়ার স্ত্রী ও মোঃ রোমান মিয়ার ‘মা’। অনেক খোঁজাখুজি করে না পেয়ে, স্বজনরা সকলের সহায়তা কামনা করেছেন।

নিখোঁজ জাহানারা বেগমের ছেলে, মোঃ রোমান মিয়া (৩৫) বলেন, আমরা বর্তমানে লামার গজালিয়া ইউনিয়নের বটতলী বসবাস করি। আমাদের আগের বাড়ি সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার পূর্ব ইসলামপুর ইউনিয়নের নতুন জীবনপুর গাছঘর গ্রামে। আমার মা গত ২৯ মে ২০২২ইং রবিবার সিলেট থেকে একা লামা আসতেছিল। আগেও কয়েকবার তিনি একা সিলেট থেকে লামায় এসেছিলেন। সিলেটে পরিবারের লোকজন তাকে চট্টগ্রামের ট্রেনে তুলে দেয়। সেই থেকে তিনি নিখোঁজ। আমরা সম্ভাব্য স্বজনদের বাড়িতে খুঁজেছি। তাকে পায়নি।

কোন হৃদয়বান ব্যক্তি তাকে দেখলে বা খবর জানলে নিম্নে দেয়া ঠিকানায় যোগাযোগ বা মোবাইল নাম্বারে ফোন করার অনুরোধ করছি।

বর্তমান ঠিকানা- গ্রাম- বটতলী পাড়া, ৮নং ওয়ার্ড, ইউনিয়ন- গজালিয়া, উপজেলা- লামা, জেলা- বান্দরবান পার্বত্য জেলা।

স্থায়ী ঠিকানা- গ্রাম- নতুন জীবনপুর গাছঘর, ইউনিয়ন- পূর্ব ইসলামপুর, পোস্ট- দয়ার বাজার, উপজেলা/থানা- কোম্পানীগঞ্জ, জেলা- সিলেট।

সন্ধানদাতা- মোঃ রোমান মিয়া (ছেলে) ০১৭৭৯ ২১১ ৫১৯ মোঃ মনির (স্বজন) ০১৮২৯ ৪৩৫ ৭৭৪