১৫জুন চন্দ্রঘোনা ইউপিতে ইভিএমে ভোট গ্রহণ
॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
আগামী ১৫ জুন কাপ্তাই উপজেলার স্থগিত হওয়া ১নম্বর চন্দ্রঘোনা ইউপির নির্বাচন অনুষ্ঠিত হবে। একটি ইউনিয়ন নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় চলছে ব্যাপক প্রচার-প্রচারণা। চন্দ্রঘোনা ইউনিয়নকে বলা হয় শিল্পনগরী, এখানে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাগজ কল কেপিএম পেপার মিলস্ লিঃ প্রতিষ্ঠিত। রয়েছে ১১৫ বছরের সেবার বাতিঘর খ্রিস্টান মিশন হাসপাতাল। সবকিছু মিলে ভোটারদের নিকট এ এলাকাটি অতি গুরুত্বপূর্ণ ইউনিয়ন। এখানে মোট ভোটার ১০হাজার ১৬০জন। পুরুষ ভোটার ৫হাজার ৪৮৮জন এবং মহিলা ৪হাজার ৬৭২জন ভোটার রয়েছে।
নির্বাচনে সরকারি দল ও স্বতন্ত্র দুটিপক্ষ নির্বাচনে লড়ছেন। সরকারি দলের নৌকার মনোনীত প্রার্থী সাবেক ছাত্রনেতা ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আক্তার হোসেন মিলন এবং স্বতন্ত্র প্রার্থী সাবেক জাতীয় ফুটবলার ও প্রাক্তন ইউপি চেয়ারম্যান বিপ্লব মারমা। নির্বাচনে দুই সেয়ানে সেয়ানে চলবে ভোট যুদ্ধের লড়াই।
সরকারি দলের প্রার্থী আকতার হোসেন মিলন জানান, তিনি এবং তার দল আ’লীগ চান একটি অবাধ,সুষ্ঠু নিরপেক্ষ ভোট গ্রহণ। আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না জনগণ যদি ভোট কেন্দ্রে না আসে তাহলে কাকে নিয়ে নির্বাচন করবেন। সুষ্ঠ ও কারচুপি না হওয়ার জন্য ইভিএমের মাধ্যমে নির্বাচন হবে। তিনি সকল ভোটারদের ভোট কেন্দ্রে আসার আহবান জানান। সুষ্ঠ নির্বাচন হলে বিজয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন এবং বিজয়ী হলে এলাকার পানিসহ সমাজ উন্নয়ন করবেন।
স্বতন্ত্র প্রার্থী সাবেক জাতীয় ফুটবলার ও প্রাক্তন চেয়ারম্যান বিপ্লব মারমা বলেন, তিনিও চান একটি আবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। জনগণ স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে যেন ভোট দিতে পারেন। বর্তমান নির্বাচন কমিশন চাই জনগণকে নির্বাচনমুখী করতে। যেন দিনের ভোট রাতে যাতে না হয়। তিনি অভিযোগ করেন, তিনি বিভিন্ন মাধ্যমে জানতে পারছেন, আগামি ১৫জুন ভোটের দিন তাঁর লোকদের প্রতিপক্ষ বাঁধা ও হামলা করবে। সুষ্ঠু নির্বাচন হলে তিনি শতভাগ আশাবাদী বিপুল ভোটে বিজয়ী হবেন। তিনি আরোও জানান, জনগনের জন্য চেয়ারম্যান থাকাকালীন সেবা করেছেন। এবারও নির্বাচিত হলে এলাকার প্রধান সমস্যা পানি, ছোট ছোট সড়ক, নিবন্ধনসহ ইউনিয়নের জনগনের ভাতাসহ সকল কাজ ও জনগনকে সেবা প্রদান করবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহান জানান, সরকার ইভিএম পদ্বতির মাধ্যমে স্বচ্ছ নির্বাচণ করার দৃঢ় সংকল্প। তাই কেউ নির্বাচনী আচারণবিধী লঙ্ঘ করে পার পাবেনা।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা তানিয়া আক্তার জানান, কেউ পেশিশক্তি ব্যবহার করে নির্বাচন প্রভাবিত করতে চাইলে সাথে সাথে নির্বাচন বন্ধ করে দেয়া হবে।
কাপ্তাই থানার ওসি জসিম উদ্দন জানান,নির্বাচনে কেউ আইনশৃঙ্খলা লঙ্ঘ করলে তাকে আইনের আওতায় আনতে হবে।