বিশ্বনবী (স:) কে কটুক্তির প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ
॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥
মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ) ও উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রাযি) কে নিয়ে ভারতের বিজেপি নেতাদের দেওয়া অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে খাগড়াছড়িতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০জুন) জুমার নামাজের পর খাগড়াছড়ি কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে জমায়েত হয়। পরে মুক্তমঞ্চে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে মুসলিম সম্প্রদায়ের স্থানীয় সকল শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের জেলা শাখার সভাপতি ও খাগড়াছড়ির সাবেক পৌরমেয়র মোঃ রফিকুল আলম, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের জেলা সহ -সভাপতি মাওলানা আবু তাহের আনসারী, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাহেদুল আলমসহ, কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম/পুরাতন পুলিশ লাইন্স মসজিদের পেশ ইমাম সহ অনেকেই বক্তব্য দেন।
প্রতিবাদ সমাবেশে কর্মসূচির শুরুতে বক্তারা বলেন, ভারত সরকারের মদদে বিজেপি নেতারা যে ধৃষ্টতা দেখিয়েছে যা বিশ্ব সম্প্রদায়কে হতবাক করেছে। অনতিবিলম্বে এই কটুক্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় বিশ্ব মুসলিম সম্প্রদায় ভারতকে বয়কট করবে। ধর্মপ্রাণ মসুলমানরা মহানবী (সাঃ) কে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। রাসুলুল্লাহ (সাঃ) এর অপমান তারা কখনোই বরদাশত করবে না।
মহানবী (সাঃ) ও উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রাযি) কে নিয়ে বিজেপির মুখপাত্র নুপুর শর্মার অবমাননাকর বক্তব্য এবং বিজেপির দিল্লী শাখার মিডিয়া সেল প্রধান নবীন কুমার জিন্দালের টুইট বার্তা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে চরম ভাবে আঘাত করায় ঘৃণাভরে তাদের বক্তব্যের নিন্দা জানান বক্তারা।