[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
শিক্ষার উন্নয়নে সকলকে অগ্রণী ভুমিকা রাখার আহবান: রাঙ্গামাটি জেলা প্রশাসকলংগদুতে সেনা জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময়খাগড়াছড়ির মানিকছড়িতে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধাররাজস্থলীতে জাতীয় মৌসুমি ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভামাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসায় নবাগত শিক্ষকদের বরণবান্দরবানের লামায় ৮ মাসের অন্তঃসত্ত্বা নারীকে গণধর্ষণ, গ্রেফতার ২রামগড়ে পানিতে ডুবে পঞ্চম শ্রেণীর ছাত্রের মৃত্যুলোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রম মন্দির পরিচালনায় গঠিত কমিটি ১১মাসের মাথায় বিলুপ্তরাঙ্গামাটিতে মেধা ও যোগ্যতায় পুলিশে চাকরি পেল ৮ জনরাঙ্গামাটিতে কলা গাছের তন্তু দিয়ে স্যানিটারি ন্যাপকিন ও মাশরুম উদ্ভাবন
[/vc_column_text][/vc_column][/vc_row]

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের গণশুনানি

সংবাদপত্রে প্রকাশিত তথ্য থেকেও প্রকল্প গ্রহন: চেয়ারম্যান নিখিল

৩৫

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে চেয়ারম্যানের অফিস কক্ষে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা এর উপস্থিতিতে গণশুনানি অনুষ্ঠিত হয়।

এসময় গণশুনানিতে উপস্থিত ছিলেন, গবেষণা কর্মকর্তা কাইংওয়াই ম্রো, বাজেট ও অডিট অফিসার মোঃ নুরুজ্জামান, শুভদর্শী ভান্তে, বিহারী চাকমা, বেনুকা ত্রিপুরা, উষা কিরণ চাকমা, নানিয়ারচর; জটিল কান্তি চাকমা, মহালছড়ি খাগড়াছড়ি,আজগর রাজস্থলী, চির জ্যোতি চাকমা, মহালছড়ি, কালাময় চাকমা মহালছড়ি এবং রজু চাকমা, মহালছড়ি প্রমুখ উপস্থিত ছিলেন।

গণশুনানিতে রাঙ্গামাটি সদর ও খাগড়াছড়ির বিভিন্ন উপজেলাধীন দুর্গম এলাকা হতে সুবিধাভোগীরা গণশুনানিতে অংশগ্রহণ করেন। গণশুনানিতে উন্মুক্ত আলোচনা করা হয়। সেবা প্রত্যাশীদের প্রত্যেককের আবেদন ও বক্তব্য গ্রহণ করা হয়। বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের আওতায় দুর্গম এলাকায় সোলার হোম সিস্টেম, রাস্তা নির্মাণ, ফুট ব্রীজ নির্মাণ, ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণসহ বিভিন্ন অবকাঠামো উন্্নয়ন প্রকল্প গ্রহণের বিষয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান এর বরাবর আবেদন জানান। সেবা প্রত্যাশীদের হতে প্রাপ্ত আবেদনগুলো যাচাই বাছাই করে আগামীতে গুরুত্বসহকারে বোর্ড কর্তৃক বাস্তবায়নযোগ্য পরিকল্পনায় অন্তর্ভূক্ত করা হবে মর্মে গণশুনানিতে বোর্ডের চেয়ারম্যান আবেদনকারীদের আশ^স্ত করেন।

চেয়ারম্যান আরো বলেন যে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড স্থানীয় জনমানুষের চাহিদা প্রেক্ষিতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করে থাকে। এছাড়া পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড তিন পার্বত্য জেলায় যেকোন দুর্গম এলাকার কৃষি, যাতায়াত, সমাজকল্যাণ, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা সম্প্রসারণ, আর্থ-সামাজিক উন্নয়ন সংক্রান্ত কোন প্রিন্ট কিংবা ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রকাশিত হলে সেটাকে অত্যন্ত গুরুত্বসহকারে বিবেচনা করা হয়। তাই দুর্গম পার্বত্য এলাকার জনমানুষ কষ্ট করে বোর্ডে এসে আবেদনপত্র দাখিলের জন্য আসার প্রয়োজন হয়না বলে তিনি জানান। পরে গণশুনানিতে অংশগ্রহণ করার জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।