রাঙ্গামাটি বিএনপির নেতৃত্বে দীপন – মামুন
॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি জেলা বিএনপির উপ নির্বাচনে দীপন তালুকদার দীপু সভাপতি এবং মামুনুর রশীদ মামুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (৯জুন) দুপুরে রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
কাউন্সিলে ১৫০জন ভোটারের মধ্যে ১৪৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে দীপন তালুকদার পেয়েছেন ৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাঙ্গামাটি পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম ভুট্টো পেয়েছেন ৭৩ ভোট।
অন্য দিকে সাধারণ সম্পাদক পদে এডভোকেট মামুনুর রশীদ মামুন পেয়েছেন ৭৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এডভোকেট সাইফুল ইসলাম পনির পেয়েছেন ৬৯ ভোট।
উপ নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ আবু নাছিরের সভাপতিত্বে নির্বাচনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ। নির্বাচন কমিশনারে দায়িত্ব পালন করেন করেন মোঃ আব্দুল কুদ্দছ।
উল্লেখ্য সর্বশেষ ২০২১ সালের ১৩ নভেম্বর রাঙ্গামাটি জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে মোঃ শাহ আলম সভাপতি, দীপন তালুকদার সাধারণ সম্পাদক ও সাইফুল ইসলাম শাকিল সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। কিন্তু এ সম্মেলনের পরে পূর্ণাঙ্গ কমিটি গঠনের আগেই অসুস্থ হয়ে মারা যান সভাপতি শাহ আলম। পদটি শুন্য হওয়ায় কেন্দ্রীয় বিএনপি এ পদে উপ নির্বাচনের সিদ্ধান্তে দিলে ওই সম্মেলনে নির্বাচিত সাধারণ সম্পাদক দীপন তালুকদার পদত্যাগ করে সভাপতি পদে প্রার্থী হলে সাধারণ সম্পাদক পদটিও শুন্য হয়ে যায়। পরে সভাপতি ও সাধারণ সম্পাদকের শুন্যপদে উপ নির্বাচন অনুষ্ঠিত হয়।