কাপ্তাইয়ে শুরু হয়েছে হালনাগাদ ভোটার তালিকা
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ৫টি ইউপিতে শুরু হয়েছে হালনাগাদ ভোটার তালিকা। বৃহস্পতিবার (৯জুন) হতে ২৯জুন পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদ হবে। ভোটার তালিকা করার জন্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকগন পাহাড়ের উঁচু-নিচু তে বসবাসরত লোকজনের বাসা বাড়িতে যাচ্ছে। এবং সরকার কর্তৃক নিয়ম অনুযায়ী হালনাগাদ ভোটার কার্যক্রম করছেন ।
কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার বলেন, ১লা জানুয়ারি ২০০৭সাল কিংবা তার পূর্বে যাদের জন্ম এবং যারা ইতিপূর্বে ভোটার নিবন্ধন করেনি কেবল মাত্র তারা নিবন্ধিত হতে পারবে।
এদিকে কাপ্তাই ৪নম্বর ইউনিয়ের ৪ ও ৫ নং ওয়ার্ডের সুপার ভাইজার মোঃ ইউসুফ মিয়া ও তথ্যসংগ্রহকারী মোঃ শাহ্জাহান সাজু,আবুল কালাম আজাদ ও শফিউল আলম বাসা -বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করতে দেখা যায়। তথ্যসংগ্রহকারী সুপারভাইজার মোঃ ইউসুফ মিয়া জানান নতুন ভোটার নিবন্ধন এর ক্ষেত্রে প্রয়োজনীয় ৬টি নিয়ম মেনে হালনাগাদ ভোটার করানো হচ্ছে।