[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রাঙ্গামাটির রাজস্থলীতে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিতখাগড়াছড়ির রামগড় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ চারা বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল৭২এর মুজিববাদী সংবিধানে সকল জাতিগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি: নাহিদ ইসলামকাপ্তাইয়ে ভোক্তা অধিকার এর অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানানৌবাহিনী স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনাচুক্তি বাস্তবায়ন নিয়ে সৌহার্দপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদরাঙ্গামাটি শ্রী শ্রী লোকনাথ যোগাশ্রমের (মন্দির) ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগরাঙ্গামাটির লংগদু উপজেলাস্থ ভাইবোনছড়ায় বৃদ্ধ মজিবুর এর জায়গা দখলের অভিযোগকাপ্তাই বাংলা কলোনি মসজিদের মুয়াজ্জিনের ইন্তেকাল
[/vc_column_text][/vc_column][/vc_row]

মানিকছড়িতে প্রধানমন্ত্রীর বিশেষ দশ উদ্যোগ বিষয়ক দিনব্যাপি কর্মশালা

৫৯

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

মানিকছড়িতে তৃণমূল পর্যায়ে সমস্যা চিহ্নিতকরণ এবং তা বাস্তবায়নের লক্ষে সুপারিশ উপস্থাপনে প্রধানমন্ত্রীর বিশেষ দশ উদ্যোগ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ জুন) সকালে উপজেলা পরিষদ টাউন হলে প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সূচয়ণ চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রক্তিম চৌধুরী। প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আসিটি) গোলাম মোঃ বাতেন। অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন। কর্মশালায় প্রধানমন্ত্রীর বিশেষ দশটি উদ্যোগ নারী ক্ষমতায়ণ, আশ্রয়ন, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশুর মানসিক বিকাশ, পরিবেশ সুরক্ষা, বিনিয়োগ বিকাশ, সবার জন্য বিদ্যুৎ ও সামাজিক নিরাপত্তা কর্মসূচী বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর প্রধান, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার ৫০ জন প্রতিনিধি প্রধানমন্ত্রীর বিশেষ দশটি উদ্যোগে বাস্তবায়নে সমস্যা ও প্রতিকার বিষয়ে সুপারিশ প্রদান করেন। দশজন করে পাঁচটি দলে বিভক্ত হয়ে আলাদা আলাদাভাবে দলগত কার্যক্রমের অংশ হিসেবে সমস্যা ও প্রতিকার ব্যবস্থা গ্রহণে নানা সুপারিশ উপস্থাপনা করেন দলনেতাগণ। এতে সংশ্লিষ্ট দশ উদ্যোগে নিয়ে কমিটির

প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আসিটি) গোলাম মোঃ বাতেন বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে রুপান্তরিত করতে হলে অবশ্যই তৃণমূলের সাধারণ মানুষের সমস্যা ও তা সমাধানের মতামতকে গুরুত্ব দিতে হবে। সাধারণ মানুষের মতামতকে বাদ দিয়ে প্রধানমন্ত্রীর ঘোষিত বিশেষ দশ উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব না। সাধারণ মানুষের চাহিদাকে অগ্রাধিকার দিতে হবে। তবেই ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিণত করার স্বপ্ন বাস্তবায়ন হবে। এ সময় প্রধানমন্ত্রীর স্বপ্ন ও ঘোষিত বিশেষ দশ উদ্যোগ তৃণমূল পর্যায়ে বাস্তবায়নের লক্ষে সকলের আন্তরিকতা সহযোগিতা কামনা করেন তিনি।