কাপ্তাই রাইখালী ভোক্তা অধিকার আইনে জরিমানা
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ভোক্তা অধিকার আইনে দু’টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৭জুন) রাইখালী বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহান। অভিযান কালিন ভোক্তা অধিকার আইনে অরুন ষ্টোরকে ৩হাজার টাকা ও জুয়েল ষ্টোরকে ৩৫০০টাকা জরিমানা আদায় করে।
এসময় উপজেলা ওসি এলএসডি নিপু চন্দ্র দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের অফিস সুপার মোঃ সিরাজুল ইসলাম ও চন্দ্রঘোনা থানার পুলিশ ফোর্স ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।