মাটিরাঙ্গায় সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রন ও নির্মূল বিষয়ক কর্মশালা
॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দিন ব্যাপি সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রন ও নির্মূল আইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে। সোমবার (৬ জুন) সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী উপস্থিত ছিলেন।
মাটিরাঙ্গা উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা)র উপজেলা সমন্বয়ক রুনি চাকমার সঞ্চালনায় কর্মশালায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব।
মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মিল্টন ত্রিপুরা ও মাটিরাঙ্গা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
জনস্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা মোকাবেলা এবং স্বাস্থ্যগত ঝুঁকি হ্রাসকরণের লক্ষ্যে সচেতনতা বৃদ্ধি, সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূলে আইন মেনে চলার পরামর্শ দেন বক্তারা।