[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
শিক্ষার উন্নয়নে সকলকে অগ্রণী ভুমিকা রাখার আহবান: রাঙ্গামাটি জেলা প্রশাসকলংগদুতে সেনা জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময়খাগড়াছড়ির মানিকছড়িতে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধাররাজস্থলীতে জাতীয় মৌসুমি ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভামাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসায় নবাগত শিক্ষকদের বরণবান্দরবানের লামায় ৮ মাসের অন্তঃসত্ত্বা নারীকে গণধর্ষণ, গ্রেফতার ২রামগড়ে পানিতে ডুবে পঞ্চম শ্রেণীর ছাত্রের মৃত্যুলোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রম মন্দির পরিচালনায় গঠিত কমিটি ১১মাসের মাথায় বিলুপ্তরাঙ্গামাটিতে মেধা ও যোগ্যতায় পুলিশে চাকরি পেল ৮ জনরাঙ্গামাটিতে কলা গাছের তন্তু দিয়ে স্যানিটারি ন্যাপকিন ও মাশরুম উদ্ভাবন
[/vc_column_text][/vc_column][/vc_row]

মানিকছড়িতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

১০৩

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

‘একটাই পৃথিবী ও প্রকৃতির ঐকতানে টেঁকসই জীবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে ও কারিতাস সিপিপি পিএইপি প্রকল্পের সহযোগিতায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সংলগ্ন র‌্যালী শেষে টাউন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কারিতাস সিপিপি পিএইপি প্রকল্পের মাঠ কর্মকর্তা মোঃ সোলায়মান’র সভাপতিত্বে র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন। এ সময় উপজেলা মৎস্য অফিসার প্রনব কুমার সরকার, রানী নীহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজিত কুমার নাথ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অনুপম বড়ুয়া, জুনিয়র কর্মসূচী কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, অপরিকল্পিত বনাঞ্চল ধ্বংস করা, যত্রতত্র ময়লা আবর্জনা ফেলাসহ নানা কারণে বর্তমানে পরিবেশ দূষিত হয়েছে। তাই পৃথিবীতে বাসযোগ্য পরিবেশ সৃষ্টি করতে আমাদের পরিকল্পিত পরিবেশ তৈরি করতে হবে। তাই পরিত্যক্ত ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে রাখতে হবে। এছাড়াও পচনশীল বর্জ্যগুলো জায়গায় এবং যে গুলো পচনশীল নয় সে গুলো আলাদা করে পুড়িয়ে ফেলতে হবে। যাতে পরিবেশের কোনো ক্ষতি না হয়। নদী-নালা খাল-বিলে বর্জ্য ফেলা থরকে নিজেদের বিরত থাকতে হবে। পাশাপাশি মাটি, পানি ও বায়ু দুষণ রোদে সকলে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলার পাশাপাশি প্লাস্টিক বা পলিথিন ব্যবহারকে নিরুৎসাহিত করার আহবান জানান বক্তারা।