মাটিরাঙ্গায় নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার আইন বিষয়ক কর্মশালার উদ্বোধন
॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় তিন দিন ব্যাপি নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার সংরক্ষন আইন বিষয়ক কর্মশালা শুরু হয়েছে। কর্মশালাটি ৫ জুন থেকে ৭জুন পর্যন্ত চলবে। মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে।
রবিবার (৫ জুন) সকালে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের অডিটোরিয়ামে তিন দিন ব্যাপি এ কর্মশালায় উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ আবু সাঈদ।
মাটিরাঙ্গা উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা)’র উপজেলা সমন্বয়ক রুনি চাকমার সঞ্চালনায় কর্মশালায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব।
কর্মশালায় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস হাসিনা বেগম, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেমেন্দ্র ত্রিপুরা, আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল গনি, বড়নাল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াছ, গোমতি ইউপি চেয়ারম্যান মোঃ তফাজ্জল হোসেন, মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ কাজী মোঃ সলিম উল্যাহ, মাটিরাঙ্গা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হাশেম, মাটিরাঙ্গা মিউনিসিপাল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম, মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোঃ হারুনুর রশীদ প্রমুখ বক্তব্য রাখেন।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ আবু সাঈদ বলেন, নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার নিশ্চিতে সরকারী তদারকি সংস্থাগুলির আন্ত:সমন্বয়ের দুর্বলতার কারনে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান বারবার জরিমানার মুখে পড়েন। আবার অনেকেই ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। তাই খাদ্য ব্যবস্থাপনায় ভোক্তা, উৎপাদনকারী ও বাজারকারী প্রতিষ্ঠান সমুহের মাঝে কার্যকর সমন্বয় জোরদার করা দরকার।
অনুষ্টানে, ব্যবসায়ী,বিভিন্ন কোম্পানীর স্থানীয় ডিলার, শিক্ষক,ইমাম,সাংবাদিক সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মশালা শেষে সাতটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তিনটি শিক্ষা প্রতিষ্টানের প্রধানের হাতে সু-রক্ষা সামগ্রী তুলেদেন অতিথীরা।