বান্দরবানের আলীকদমে বিশ্ব পরিবেশ দিবস পালিত
॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম ॥
বান্দরবানের আলীকদম উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। রবিবার (০৫ জুন) সকালে উপজেলা প্রশাসন ও বন-বিভাগের যৌথ উদ্যোগে এই দিবস পালন করা হয়। সকালে উপজেলা পরিষদের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদের সামনে এসে র্যালিটি শেষ হয়। র্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা অনুষ্ঠিত হয়।
বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরুবা ইসলাম। মাতামুহুরি রেঞ্জ কর্মকর্তা আবুল কাসেমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দুংড়ি মং মার্মা,আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির উদ্দীন সরকার, লামা বনবিভাগের তৈন রেঞ্জ কর্মকর্তা শাহাজান চৌধুরীসহ সরকারি বেসরকারি কর্মকর্তা, বন-বিভাগের উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরুবা ইসলাম বলেন, সচেতন না হলে পরিবেশ রক্ষা করা কখনও সম্ভব না। সাধারণ মানুষের সহযোগিতা ছাড়া প্রশাসন একা কিছু করতে পারে না। প্রশাসন এবং সাধারণ জনগন সংখ্যায় অনেক কিন্তু যারা অবৈধ ভাবে পাথর উত্তোলন, কাঠ পাচার, পাহাড় কাটছে, বালি উত্তোলন করে পরিবেশ ধ্বংস করছে তারা সংখ্যায় নগন্য। কিন্তু গণমাধ্যম ও গোয়েন্দা সংস্থা ছাড়া কারও কাছ থেকে কোন তথ্য প্রশাসন পায় না। সবাই যদি একসাথে কাজ করে তাহলে তারা পরিবেশ ধ্বংস করতে পারবে না। তিনি বলেন, সরকারি বেসরকারি অফিস ও অফিসের বাইরে নিজ উদ্যোগে পরিষ্কার রাখবেন। এসময় সবার অনুমতিতে তিনি প্রতি বৃহস্পতিবার ক্লিন ডে ঘোষণা করেন।