[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়িতে অপহৃত ৫শিক্ষার্থীর মধ্যে লংঙি ম্রো বান্দরবান উপজেলা আলীকদমেরখাগড়াছড়ির রামগড়ে দুই কোচিং সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির রামগড়ে দুই বসতবাড়ি আগুনে ভষ্মিভুতদীঘিনালায় গার্ল গাইডস এসোসিয়েশনের ৫দিনব্যাপি বিজ্ঞপাখি মৌলিক প্রশিক্ষণ সম্পন্নখাগড়াছড়ির দীঘিনালায় বাড়ির সদস্যদের অজ্ঞান করে দূর্ধষ চুরিগুণগত শিক্ষা জাতিগত ভেদাভেদ ভুলিয়ে দিতে পারবে: রাঙ্গামাটিতে জলখেলি অনুষ্ঠানে সুপ্রদীপনৃ-গোষ্ঠীর আগে ক্ষুদ্র শব্দটি ব্যবহার করতে চাই না: জলকেলীতে উপদেষ্টা সুপ্রদীপবান্দরবানের আলীকদমে মার্মা সম্প্রদায়ের মাহাঃ সাংগ্রাই পোয়েঃ-২০২৫ উৎসব পালনপুরোনো দিনের গ্লানি মুছে যাক সাংগ্রাইয়ের মৈত্রীময় জলেবান্দরবানের থানচিতে খ্রীস্টান সম্প্রদায়ের গুড ফ্রাইডের উপহার দিলেন সেনাবাহিনী
[/vc_column_text][/vc_column][/vc_row]

নারী শিশুর জীবনমান উন্নয়নে সাংবাদিকদের ভুমিকা রাখার আহবান

৩২

॥ দহেন বিকাশ ত্রিপুরা,খাগড়াছড়ি ॥

প্রশিক্ষণ লব্দ জ্ঞানকে কাজে লাগিয়ে নারী শিশুর জীবন মানোন্নোয়নে সাংবাদিকদের ভুমিকা রাখার আহবান জানিয়ে শিশু ও নারী উন্নয়নে সচেতনামুলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) প্রকল্পের আওতায় খাগড়াছড়িতে প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩জুন) থেকে রবিবার (৫জুন) খাগড়াছড়ি প্রেসক্লাব মিলনায়তনে তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এ কর্মশালার আয়োজন করে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী অংশ নেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মিজ শাহিন ইসলাম এনডিসি।

সমাপনী অনুষ্ঠানে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক মোঃ নজুরুল ইসলামের সভাপতিত্বে সংস্থার উপ-পরিচালক মোঃ মাসুদ মনোয়ার ভুইয়া, কর্মশালার সমন্বয়ক মোঃ আব্দুস সালাম, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়েন সভাপতি প্রদীপ চৌধুরী ও খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহিন ইসলাম এনডিসি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার শর্ত হচ্ছে সবাইকে নিয়ে এগিয়ে যাওয়া, কেউ যাতে পিছিয়ে না থাকে। বিরাজমান পরিস্থিতি ও নানা কারণে খাগড়াছড়িসহ তিন পার্বত্য জেলা পিছিয়ে ছিল। এখন পর্যটন শিল্পের বিকাশসহ নানা উন্নয়ন তৎপরতা শুরু হয়েছে। সরকারি এ উদ্যোগের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে গণমাধ্যমকেই পৌছিয়ে দিতে হবে। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি উদ্যোগের কথা ব্যাপক প্রচার প্রচারনার অনুরোধ জানান। সময়ের চাহিদার কথা মাথায় রেখে মোবাইল জার্নালিজম কোর্স আয়োজনের প্রতিশ্রুতি দেন। তিনি সাংবাদিকদের প্রশিক্ষণ লব্দ জ্ঞান কাজে লাগিয়ে নারী শিশুর জীবনমান উন্নয়নে সাংবাদিকদের ভুমিকা রাখার আহবান জানান।
কর্মশালায় জেলা শহরে কর্মরত ২৫ জন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিক অংশগ্রহন করেন।