আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের ক্রান্তিলগ্নে সাধারণ মানুষের পাশে দাঁড়ায়:অধ্যাপক মোঃ শফিউল্লাহ
॥ মু. মুবিনুল হক মুবিন, নাইক্ষ্যংছড়ি ॥
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে উপজেলা আনসার-ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ জুন) সকাল ১১টায় উপজেলা অফিসার ক্লাব এর মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোঃ শফিউল্লাহ। উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা ফেরদৌস এর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট রাকিবুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ (তদন্ত) শরিফ ইবনে আলম, নাইক্ষ্যংছড়ি সদর ইউপির চেয়ারম্যান নুরুল আবছার ইমন, আনসার ভিডিপির উন্নয়ন ব্যাংক এর ব্যবস্থাপক মোঃ আবু রাসেল।
সমাবেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নাইক্ষ্যংছড়ি উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ ফরিদুল আলম স্বাগত বক্তব্য রাখেন। আনসার ও ভিডিপির পিসি হেলাল উদ্দিন এর সঞ্চালনায় সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য ও প্রতিবেদন পাঠ করেন সদর ইউনিয়ন দলনেত্রী নরুন্নাহার, সোনাইছড়ি ইউনিয়ন দলনেতা নরুল ইসলাম। এতে ৫ ইউনিয়নের ২শত আসার ও ভিডিপির সদস্যগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশ স্বাধীন করার পেছনে বিশেষ ভূমিকা রেখেছে। বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিয়ে আনসার, আনসার ব্যাটালিয়ন, ভিডিপি বাহিনী গঠিত।
তিনি বলেন, আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের বিভিন্ন ক্রান্তিলগ্নে সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়ায়। কভিড-১৯ মহামারির সময় এ বাহিনী সারা বাংলাদেশে মানুষের মাঝে খাবার পৌঁছে দিয়েছে, কভিডের সময় করোনায় মৃত্যুবরণ করেছে, ছেলে তার বাবার লাশের কাছে যায়নি, সেই সময় আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী অনন্য ভূমিকা রেখেছে, জাতীয় ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনসার-ভিডিপি কাজ করেছে। এ সময় তিনি আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন কার্যকলাপ তুলে ধরেন।পরে প্রধান অতিথি, ইউএনও এবং জেলা আনসার-ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট উপজেলায় দায়িত্বরত আনসার-ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইউনিয়ন কমান্ডারদের হাতে পুরস্কার তুলে দেন।