প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি’র প্রতিবাদে মাটিরাঙ্গায় বিক্ষোভ
॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। মাটিরাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামী লীগ এ কর্মসূচীর আয়োজন করে।
শনিবার (৪ জুন) বিকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে মাটিরাঙ্গা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে বি-নবাব শফিং কমপ্লেক্সের সামনে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খাঁন এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মোঃ শামছুল হক পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর কাউন্সিলর মোঃ আলাউদ্দিন লিটনের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা উপজেলা উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক জহিরুল ইসলাম খন্দকার প্রমুখ বক্তব্য রাখেন।
রাজনৈতিক অস্থিরতা সৃষ্টিকারীদের আমরা দাত ভাঙ্গা জবাব দিব জানিয়ে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খাঁন বলেন, দেশ যখন বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেল ঠিক এই মুহুর্তে বিএনপি-জামাত দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রাধানমন্ত্রীকে হত্যার হুমকি প্রদান করে। নতুন করে তাদের কোন ষড়যন্ত্র কে বরদাশ্ত করা হবে না।
আওয়ামী লীগ কোন অপশক্তির কাছে মাথা নত করে না মন্তব্য করে তিনি আরো বলেন, এখনো সময় আছে আওয়ামী লীগের পতাকাতলে আসুন, নিজেদের এবং পরবর্তী প্রজন্মের জন্য বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ুন। সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মান করতে আওয়ামী লীগকে আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে সকলের প্রতি উদাত্ত আহবান জানার তিনি।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য হিরন জয় ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ হারুনুর রশীদ ফরাজী, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ তাজুল ইসলাম, জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোঃ হারুন মিয়া, মাটিরাঙ্গা উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রাকিবুল হাসান, উপজেলা স্বেচ্ছাসেবলীগের সভাপতি মোঃ বাবুল আহম্মদ, সাধারন সম্পাদক কামরুল ইসলাম, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর মো. শহিদুল ইসলাম সোহাগ ছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।