জুরাছড়িতে প্রধানমন্ত্রীকে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
॥ স্মৃতি বিন্দু চাকমা, জুরাছড়ি ॥
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জুরাছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জুরাছড়ি উপজেলা আওমিলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শনিবার(৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে জুরাছড়ি উপজেলা সদরে বিক্ষোভ মিছিলটি আয়োজন করে উপজেলা আওয়ামিলীগ।
এসময় বিক্ষোভ মিছিলটি জেলা পরিষদ বিশ্রামাগাড় থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামিলীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য প্রবর্তক চাকমা সহ ছাত্রলীগ, যুবলীগের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তির প্রতিবাদ জানিয়ে দেশ বিরোধী ষড়যন্ত্রকারী উন্নয়নের বাঁধাগ্রস্থ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দায়ী করেন আওয়ামিলীগের নেতৃবৃন্দ।
বক্তারা আরো বলেন, দেশরত্ন শেখহাসিনাকে নিয়ে কূটুক্তিকারী ও দেশে ষড়যন্ত্রকারীদের কোন ধরনের ছাড় দেওয়া হবেনা বলে হুশিয়ারী জানান। একই সাথে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার ঘোষনা দেন নেতাকর্মীরা। পরে সমাবেশটি জেলা পরিষদ বিশ্রামাগাড়ে গিয়ে শেষ হয়।