মাটিরাঙ্গা মাহেন্দ্র সমিতির সভাপতি আমির; সম্পাদক জাকির
॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গা আদর্শ উপজেলা মাহেন্দ্র শ্রমিক সমবায় সমিতি লি: এর নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে মোঃ জালাল আহমেদ সভাপতি ও মোঃ জাকির হোসেন সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার (৩ জুন) মাটিরাঙ্গা উপজেলা পরিষদের পুরাতন ভবনের সম্মেলন কক্ষে সকাল ১০টা থেকে শুরু হয়ে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে ১৩১জন ভোটারের মধ্যে ১২৫জন ভোটার নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে চেয়ার প্রতীক নিয়ে ৭০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমির হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ জালাল আহমেদ মোবাইল প্রতীকে পান ৫৩ ভোট। আনারস প্রতীক নিয়ে ৯৩ ভোট পেয়ে সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ জাকির হোসেন। তার একমাত্র প্রতিদ্বন্ধী মোঃ খলিলুর রহমান পেয়েছেন ৩০ ভোট।
এছাড়া সহ-সভাপতি পদে মোঃ আল আমিন হাওলাদার (হরিন), যুগ্ম-সম্পাদক পদে মোঃ ফারুক (বই), কোষাধ্যক্ষ পদে মোঃ শাহরিয়ার (সিএনজি), সদস্য পদে অনিল ত্রিপুরা (কুড়াল), মোঃ ইমাম হোসেন (আম), মোঃ নিজাম উদ্দিন (মোরগ) ও রমজান আলী (মাছ) জয়লাভ করেছেন।
ভোট গ্রহণ শেষে মাটিরাঙ্গা আদর্শ উপজেলা মাহেন্দ্র শ্রমিক সমবায় সমিতি লি: এর ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবীর পাটোয়ারী এ ফলাফল ঘোষণা করেন। এসময় নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও মাটিরাঙ্গা উপজেলা সমবায় অফিসার মোঃ আমান উল্যাহ খান উপস্থিত ছিলেন।