[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রাঙ্গামাটিতে মেধা ও যোগ্যতায় পুলিশে চাকরি পেল ৮ জনরাঙ্গামাটিতে কলা গাছের তন্তু দিয়ে স্যানিটারি ন্যাপকিন ও মাশরুম উদ্ভাবনকাপ্তাই উপজেলা তাঁতীদলের ৩১সদস্যের নতুন কমিটিলংগদুতে বিজিবি জোনের উদ্যোগে যুবক-যুবতীদের প্রশিক্ষন সনদ প্রদানআগর বাগান উপকারভোগীদের সাথে কাপ্তাই বন বিভাগের সভাখাগড়াছড়ির দীঘিনালা থানায় ওপেন হাউজ ডে সভা অনুষ্ঠিতকাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে নবনন্দন সঙ্গীতালয়ের নজরুলসঙ্গীত সন্ধ্যাবিএনপি নেতাকর্মীদের মনোবল ভেঙে দেওয়ার জন্য অপপ্রচার চালাচ্ছেরাঙ্গামাটির কাপ্তাই উপজেলা বিএনপি নেতা বটন মল্লিক বহিষ্কাররাঙ্গামাটিতে সেনা সদস্যদের অভিযানে ভারতীয় সিগারেট জব্দ
[/vc_column_text][/vc_column][/vc_row]

রাঙ্গামাটির পুরান পাড়া থেকে ইন্টারনেট ক্যাবল চুরির অভিযোগ

৪১

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার এর পাশর্^বর্তী এলাকা পুরান পাড়া থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ এ ব্যবহৃত অপটিক্যাল ফাইবার চুরির অভিযোগ করেছে ডিজিটাল ডট নেট (ডিডিএন) নামক ইন্টারনেট সার্ভিস প্রোভাইডর। ডিডিএন রাঙ্গামাটি শাখার ব্রাঞ্চ ম্যানেজার জানান আমরা দীর্ঘ ১ বছরের অধিক সময় ধরে রাঙ্গামাটি শহরের প্রত্যন্ত এলাকায় ইন্টারনেট সার্ভিস দিয়ে আসছি। পুরান পাড়া এলাকাটি যেহেতু শহর থেকে বিচ্ছিন্ন দ্বীপ ছিল তাই আমরা ওখানে সার্ভিস দিতে পারিনি। রিজার্ভ বাজারের সাথে সংযোগ সেতু হওয়ার পর পুরান পাড়া এলাকার সর্বস্তরের মানুষের দাবী পুরনের লক্ষ্যে আমরা গত ১ জুন ২০২২ ওখানে ক্যাবল স্থাপন করে গ্রাহক সংযোগ প্রদান করেছি। কিন্তু পরিতাপের বিষয় যে ঐদিন রাত সাড়ে দশটার দিকে কে বা কারা পুরান পাড়া ব্রীজ থেকে আমাদের মেইন সার্ভিস ক্যাবল চুরি করে নিয়ে যায়। প্রয় ৪০০ মিটার ক্যাবল যার বাজার মূল্য আট হাজার টাকা।

তিনি আরো অভিযোগ করে জানান, অত্র এলাকার ডিশ ও অবৈধভাবে ইন্টারনেট সংযোগ প্রদানকারী কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠান ঈষ¦ার্নিত হয়ে এমন জঘন্য চুরির কাজটি করিয়েছে।

এটা আমাদের শুধু ব্যবসা নয়, সেবাও বটে। বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার যে লক্ষ্য তা বাস্তবায়নে আমরা সর্বদা বদ্ধ পরিকর। সরকারের এই এজেন্ডা বাস্তবায়নে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমরা তার যথাযথ তদন্ত পূর্বক শাস্তি কামনা করছি। এরই প্রেক্ষিতে কোতোয়ালী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

এদিকে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কবির হোসেন জানান পুরান পাড়া এলাকা থেকে ইন্টারনেট সার্ভিসের ক্যাবল চুরির অভিযোগ পেয়েছি। আমরা তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।