মানিকছড়িতে প্রণোদনা পুরস্কার সয়াবিন তেল
॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥
দেশের সুনামধন্য প্রতিষ্ঠান কর্মীদের কর্ম দক্ষতার মূল্যায়ন স্বরুপ বিভিন্ন সময়ে কাজের গতি বৃদ্ধির লক্ষে প্রণোদনা পুরস্কার দিয়ে থাকেন। তবে এবার ব্যতিক্রমী পুরস্কারে ব্যবস্থা করলেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড মানিকছড়ি উপজেলা শাখা কার্যালয়। কাজের স্বীকৃতি স্বরূপ ও প্রণোদনা পুরস্কার হিসেবে প্রতিষ্ঠানটি বেছে নিয়েছেন সয়াবিন তেল। তেলের মূল্য বৃদ্ধি ও অধিকাংশ কর্মী মহিলা হওয়ার কারণেই এমন ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার (২ জুন) সকালে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড মানিকছড়ি উপজেলা কার্যালয়ের উদ্যোগে সংবর্ধনা ও উন্নয়ন সভা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
এ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার (এজিএম) মোঃ শরীফ আহমেদ’র সভাপতি সংবর্ধনা ও উন্নয়ন সভায় প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম এরিয়া-৬ এর ডেপুটি ভাইস চেয়ারম্যান মোরশেদ আলী। বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ির জেনারেল ম্যানেজার সেলিম উদ্দিন।
অনুষ্ঠানে ব্রাঞ্চের ১৫ জন কর্মীকে প্রতিটি ডিপিএস এর জন্য এক লিটার করে সায়াবিন তেল প্রণোদনা পুরস্কার হিসেবে প্রদান করেন অতিথিরা। ব্রাঞ্চের ১৫জন এফএ, ইউএম ও বিএম’দের মাঝে ব্যতিক্রমী এ প্রণোদনা পুরস্কার দেয়া হয়।
প্রণোদনা পুরস্কার হিসেবে সয়াবিন তেল বেছে নেয়ার ব্যাপারে জানতে চাইলে এ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার (এজিএম) মোঃ শরীফ আহমেদ জানান, কর্মীদের মধ্যেই অধিকাংশ মহিলা হওয়ার কারণে তাদের নিত্য দিনের রান্নার কাজে ব্যবহৃত হয় সায়াবিন তেল এবং বর্তমানে সয়াবিন তেলে মূল্য বৃদ্ধির কারণেই ব্যতিক্রমী এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।