লামায় পুকুর থেকে তিন বছরের শিশুর লাশ উদ্ধার
॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥
লামার ফাঁসিয়াখালী ইউনিয়নে পুকুর থেকে তিন বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে লামা থানা পুলিশ। বুধবার (০১ জুন) সকালে ইউনিয়নের ৬নং ওয়ার্ডের অংশাঝিরি এলাকার নুর মোহাম্মদ এর পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
লাশ উদ্ধার হওয়া শিশু মোঃ তানবীর (৩) অংশাঝিরি গ্রামের মোঃ ফোরকান ও হামিদা আক্তার এর ছেলে। পাঁচ ভাই বোনের মধ্যে তানবীর পঞ্চম।
নিহতের মা হামিদা আক্তার বলেন, সকাল ৭টায় নিজের হাতে বাচ্চাকে ভাত খাওয়াই। পরে তার বাবাকে ভাত দিতে বসি, এসময় তানবীর বাহিরে উঠানে খেলতে যায়। তানবীর পাশের বাড়ির একই বয়সী একটি বাচ্চার সাথে খেলতে ছিল। সকাল ৮টার দিলে একজন এসে বলে আমার ছেলের লাশ বাড়ির পাশের নুর মোহাম্মদ এর পুকুরে ভাসছে। শুনামাত্র আশপাশের লোকজন সহ ছেলের লাশ উদ্ধার করি।
তানবীরের পিতা মোঃ ফোরকান বলেন, আমার বাচ্চার ডান হাত ও পেটে আঘাতের চিহ্ন আছে। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ নিয়ে যায়। আমাদের পার্শ্ববর্তী একটি পরিবারকে সন্দেহ হয়। যেখানে লাশ পাওয়া গেছে, তিন বছরের বাচ্চা কখনো সেখানে যেতে পারবেনা।
স্থানীয় ইউপি মেম্বার মোঃ হেলাল বলেন, লাশ উদ্ধারের সাথে সাথে লামা থানাকে খবর দিই। ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিয়ে অপমৃত্যু মামলা নেয়া হয়েছে।