মাটিরাঙ্গায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত
॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দিন ব্যাপি শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে সাথে নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১জুন) সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)১ম সংশোধনী শীর্ষক প্রকল্পের অধীনে জিওবি প্রকল্পের অধীনে এ কর্মশালায় আয়োজন করা হয়।
রামগড় তথ্য অফিস গনযোগাযোগ অধিদপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। রামগড় সহকারি তথ্য অফিসার মোঃ বেলায়েত হোসেন এর সঞ্চালনায় কর্মশালায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রশান্ত কুমার ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মিল্টন ত্রিপুরা।
বক্তারা বলেন, দূর্যোগকালীন শিশু ও নারী গর্ভবতী মা ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষা, শিশুকে মাতৃদুগ্ধ দানসহ শিশুর যথাযথ বিকাশ এবং অটিজম নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এ সময়, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেমেন্দ্র ত্রিপুরা, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের সচিব মো: আব্দুল হাকিম বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব বলেন, নারী ও শিশুর সার্বিক অধিকার প্রতিষ্ঠা, ক্ষমতায়ন এবং সামগ্রিক উন্নয়নের মূল ধারায় সম্পৃক্তকরণের জন্য সরকার বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছে। একই সাথে বাল্যবিবাহ, ধর্ষণ ও ইভ-টিজিং রোধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়াতে হবে।
কর্মশালায়, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, এনজিও কর্মী, ধর্মীয় নেতা, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দসহ অনেকে অংশগ্রহন করেন।