মাটিরাঙ্গার ধলিয়া খালের উপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ
॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আদেশ আমান্য করে ধলিয়া খালের জায়গা দখল করে তৈরী করা অবৈধ স্থাপনা ভ্রাম্যমান আদালত উচ্ছেদ করেছেন। উচ্ছেদ করার পর খালের জায়গা দখল মুক্ত করে সেখানে লাল পতাকা টাঙ্গিয়েছে প্রশাসন। এ আদেশ অমান্য করা হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও ভ্রাম্যমান আদালত জানিয়েছেন।
বুধবার (১ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব। অভিযানকালে ধলিয়া খালের উপর নির্মিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দেয়া হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, জনৈক ব্যক্তি মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের মালিকানাধীন ধলিয়া খাল দখল করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন। বিষয়টি অবগত হয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব স্থাপনা নির্মানে নিষেধাজ্ঞা দিয়ে তাকে নোটিশ দিলেও তিনি তা অমান্য করে স্থাপনা নির্মান করেন।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব বলেন, তিনি প্রশাসনের নিষেধাজ্ঞা মানেননি। তাই অভিযান পরিচালনা করে তা উচ্ছেদ করা হয়েছে। পর্যায়ক্রমে ধলিয়া খালের অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে বলেও জানান তিনি।