বাবুছড়া ৭বিজিবি ৬৪মত প্রতিষ্ঠা বার্ষিকী পালন
॥ মোঃ সোহেল দীঘিনালা ॥
খাগড়াছড়ির দীঘিনালায় ০৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) ৬৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
বুধবার (১ জুন) দুপুরে ০৭ বিজিবি’র সদর দপ্তরে এক প্রীতিভোজ ও ৬৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাঁটা ও দোয়ায় মোনাজাত আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিএসপি, এনডিসি, পিএসসি।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল জাহাঙ্গীর হোসেন, খাগড়াছড়ি শাখা ডিজিএফআইয়ের ডেট কমান্ডার কর্নেল সরদার ইশতিয়াক আহমেদ, খাগড়াছড়ি শাখা এএসইউ ডেট কমান্ডার লেঃ কর্নেল এস এম শফিকুর রহমান, দীঘিনালা জোন কমান্ডার লেঃ কর্নেল চৌধুরী মোহাম্মদ ফাহিম আশরাফী, বাবুছড়া বিজিবি ব্যাটেলিয়ন- ৭ এর অধিনায়ক লেঃ কর্নেল ইসতেয়াগ আহম্মেদ, দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম, ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল মিন্টু, নারী ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান সহ দীঘিনালা প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু প্রমূখ।