আগামী ১৫ জুন এই পৌরসাভার নির্বাচন অনুষ্ঠিত হবে
বাঘাইছড়ি পৌরসভা নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: রাশিদা সুলতানা
॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি অতিদূর্গম বাঘাইছড়ি পৌরসভার আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে প্রার্থী ও গনমান্যা ব্যাক্তিদের নিয়ে এক মতবিনিময় সভা অনিুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের কমিশনার রাশিদা সুলতানা।
প্রধান অতিথি বক্তব্য তিনি বলেছেন বাংলাদেশ নির্বাচন কমিশন চাই সাধারণ মানুষ যাতে নিরভয়ে ভোট অধিকার প্রয়োগ করতে পারে । সেটা আমরা নিশ্চিত করবো। যাতে সাধারণ মানুষ নিজের ভোট নিজে দিতে পারে।
মানুষের মাঝে আতঙ্ক বিরাজ না করে সাধারণ ভোটার যাতে ভোট কেন্দ্র গিয়ে সুন্দর ভাবে নিজের ভোট প্রধান করতে পারে । সেই ব্যবসস্থহা আমরা করবো। যারা ভোটের পরিবেশ নষ্ট করবে তাদেরকে কোন ছাড় দেওয়া হবেনা। বর্তমান নির্বাচন কমিশনের এটি হবে প্রথম নির্বাচন।
সভায় চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান, রাঙ্গামাটির জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন, মারিশ্যার বিজিবি জোন কমান্ডার লেঃ কর্ণেল আনোয়ার হোসেন ভূঁইয়া, বাঘাইহাট জোন কমান্ডার লেঃ কর্ণেল মুনতাসীর রহমান, আনসার কমান্ডার সোহাগ পারভেজ, উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরিফুল ইসলাম, ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। আগামী ১৫ জুন এই পৌরসাভার নির্বাচন অনুষ্ঠিত হবে।