বরকল উপজেলাকে তামাকমুক্ত রাখার অঙ্গীকার
॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি বরকলে বিশ্ব তামাক দিবসে উপজেলাকে তামাকমুক্ত রাখতে সকল নেতৃবৃন্দ অঙ্গীকারবদ্ধ হয়েছেন। মঙ্গলবার (৩১ মে) সকারে উপজেলা প্রশাসনের কনফারেন্স কক্ষে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা করা হয়। সভার শুরুতে উপজেলা পরিষদ চত্বরে রেলী বের করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা,বিশেষ অতিথি মহিলা ভাইস চেয়ারম্যান সুচরিতা চাকমা।
সভাপতি বক্তব্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা বলেন, বিশ্ব তামাক দিবসের তাৎপর্য তুলে ধরেন। এরপর ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে সুন্দর পরিবেশ,সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে বরকল উপজেলায় তামাকমুক্ত রাখার আহ্বান জানান।
এসময় বরকল ইউনিয়ন চেয়ারম্যান প্রভাত কুমার চাকমা,আইমাছড়া ইউনিয়ন চেয়ারম্যান সুবিমল চাকমা, ভূষণছড়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ মামুন, বড় হরিণা ইউপি চেয়ারম্যান নিলাময় চাকমা, যুব উন্নয়ন কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল কাইয়ুম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এদিকে, যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলাকে না বলুন এ স্লোগান কে সামনে রেখে বরকলে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্ন কর্মস্থল ও পরিচ্ছন্ন রাখি চারপাশ এ লক্ষ্যে উপজেলা অফিস ও চত্বরে ডাস্টবিন স্থাপন শুভ উদ্বোদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা।