খাগড়াছড়িতে জেলা তথ্য অফিসের আয়োজনে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে শিশু মেলা অনুষ্ঠিত
॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়িতে জেলা তথ্য অফিসের আয়োজনে “শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়ে) ১ম সংশোধন” শীর্ষক প্রকল্পের জিওবি আওতায় শিশু মেলা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (৩০মে) সকালে জেলা শহরের টিউফা আইডিয়াল স্কুল মাঠে “শিশুদের জন্য হ্যাঁ বলুন, শিশু অধিকার নিশ্চিত করুন” প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালী আলোচনা সভাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানে খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কে. এম. ইয়াসির আরাফাত’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া জাতিকে আলোকিত করা সম্ভব নয়। শিক্ষা গ্রহণে সকলে সচেতন হতে হবে তবেই দেশ আলোকিত হবে।
তিনি আরো বলেন, স্বাবলম্বী হওয়ার জন্য আমরা যেমন বাগান করি, যত্ন নিই’ তেমনি ভাবে আমাদের শিশুদের শিক্ষা গ্রহণে উৎসাহিত করতে হবে। শিশুরা শিক্ষা গ্রহণ করলে আগামীতে দেশ সমাজ ও বিশ্বের দরবারে অবদান রাখতে পারবে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কর্মমুখী শিক্ষা গ্রহণেও উৎসাহিত করতে হবে। ফলে শিক্ষার্থীরা বাস্তব শিক্ষা সম্পর্কে জানতে ও অভিজ্ঞতা গ্রহণ করতে পারবে।
বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শতরুপা চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন, টিউফা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক ঘনশ্যাম দেওয়ান। এসময় সুমা চাকমার সঞ্চলনায় স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য কর্মকর্তা বাপ্পী চক্রবর্তী।