রাঙ্গামাটির প্রবীণ সাংবাদিক জহুরুল হক আর নেই
॥ মীর মোঃ লোকমান হোসেন ॥
রাঙ্গামাটির প্রবীণ সাংবাদিক একেএম জহুরুল হক আর নেই। তিনি গতকাল ২৯ মে রাত ৮টার দিকে চট্টগ্রাম শহরের অক্সিজেন বালুছড়াস্থ তার ছেলের বাসায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
তিনি বিগত আট বছর পূর্বে ব্রেইন স্ট্রোক করার পর থেকে পক্ষাঘাতগ্রস্থ অবস্থায় অসুস্থ জীবন-যাপন করছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, চার মেয়ে ও নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রাঙ্গামাটির ৮০দশকের একমাত্র ডিগ্রিধারী স্বনামধন্য পেশাদার সাংবাদিক, বিনয়ী ও নিখাদ ভদ্র লোক হিসেবে বেশ খ্যাতি ছিল। তিনি গণমাধ্যমে ইংরেজি সংবাদ পরিবেশনের ক্ষেত্রে দেশজুড়ে স্বনামধন্য ছিলেন একেএম জহুরুল হক। বাংলাদেশ সংবাদ সংস্থা, দি ডেইলি স্টার, নিউ এইজ, বাংলাদেশ অবজারভার এবং ইউএনবি সহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেন।
তিনি আশির দশকে রোহিঙ্গা সমস্যা এবং সুন্দরবন নিয়েও বেশকিছু আন্তর্জাতিক আলোড়ন সৃষ্টিকারী সংবাদ পরিবেশন করেন। তার মৃত্যুতে রাঙ্গামাটি সাংবাদিক মহল গভীরভাবে শোকাহত। এই বর্ষীয়ান সাংবাদিক এর মৃত্যুতে সাপ্তাহিক পাহাড়ের সময় পরবিার ও নব গঠিত পার্বত্য সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয় ও তারঁ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়।