[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

পেরাছড়া ইউনিয়ন পরিষদে ২০২২-২০২৩ অর্থ বছরে ৯৬,১৪,৯১৬ টাকার বাজেট ঘোষণা

১১৬

॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥

খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়ন পরিষদে ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ, সুপেয় পানি ও কৃষি খাতকে গুরুত্ব দিয়ে উন্নয়ন ও রাজস্ব খাত মিলে ৯৬লক্ষ ১৪হাজার ৯১৬টাকার বাজেট ঘোষনা করেন ৪নং পেরাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা। উপস্থিত জনতা বাজেটের উপর অংশ নেন। তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন পরিষদের চেয়ারম্যান। এছাড়াও বক্তব্য রাখেন, বিভিন্ন ওয়ার্ডের শিক্ষক, কার্বারী ও ছাত্র প্রতিনিধিরা।

সোমবার (২৯ মে) সকালে ইউনিয়ন পরিষদ হলরুমে “স্বচ্ছতা, জবাব দিহিতা, উন্মুক্ত বাজেট উন্নয়নে সফলতা” প্রতিপাদ্যে প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শানে আলম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আকতার।

বাজেট ঘোষণায় প্রধান অতিথি মোঃ শানে আলম ও বিশেষ অতিথি ইউএনও জেসমিন আকতার, অবহেলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সর্বাত্মক চেষ্টা ও বাজেট রাখার ব্যাপারে দৃষ্টি রাখবে বলে জানান।

বাজেট ঘোষনাকালে পেরাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা বলেন, ইউনিয়নের কোন উৎস হতে কি পরিমান অর্থ আয় হয় এবং তা জনকল্যাণে কিভাবে ব্যয় করা হবে। সম্ভাব্য বাজেটকে শতভাগ বাস্তবায়ন করার জন্য সকল পর্যায়ের জনগণসহ সংশ্লিষ্ট সকলের সহাযোগিতা কামনা করেন তিনি।

এসময় বক্তব্য রাখেন পেরাছড়া মৌজার হেডম্যান বিশ্ব জ্যোতি চাকমা, পল্টনজয় পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্র বিকাশ চাকমা, পেরাছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রশান্ত ত্রিপুরা। অনুষ্ঠানে পেরাছড়া ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য কিশোর ময় ত্রিপুরার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য নিলাংকুর ত্রিপুরা।

এর আগে ২০২০-২০২১ অর্থবছরের আয়-ব্যয় হিসাব বিবরণী পেশ করেন ইউনিয়ন পরিষদের সচিব বেগীন চাকমা।
এসময় পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য চনিতা ত্রিপুরা, রাঙ্গাবী চাকমা, চায়না ত্রিপুরা, সদস্য বিপ্লব ত্রিপুরা (রিংকু), নিতু ত্রিপুরা, কান্তি বিকাশ চাকমা, আকাশ চাকমা, ম্রাসাথোয়াই মারমা, নির্মল ত্রিপুরাসহ পেরাছড়া ইউনিয়নের পাড়া কার্বারী ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।