দীঘিনালায় তিন ডায়াগনস্টিক সেন্টার সিলগালা
॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযানে তিনটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে।
রবিবার (২৯ মে) বিকেলে দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা ও দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন নাজমুন নেসা মীম-এর নেতৃত্বে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্যানিটারী ইন্সপেক্টর তর্জিত চাকমাও উপস্থিত ছিলেন।
অভিযানে নিবন্ধনসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বোয়ালখালীর পার্বত্য ডায়াগনস্টিক ল্যাব-১, পার্বত্য ডায়াগনস্টিক ল্যাব-২ ও ছোটমেরুং’র কাজী ফার্মেসী ল্যাব সহ তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করা হয়। পাশাপাশি ডায়াগনস্টিক সেন্টার পরিচালনায় ত্রুটি থাকায় দীঘিনালা বাস টার্মিনাল সংলগ্ন গ্রীনলাইফ ডায়াগনস্টিক সেন্টার, পার্বত্য ডায়াগনস্টিক ল্যাব-২ ও ছোট মেরুং’র কাজী ফার্মেসীকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা জানান, গুণগত স্বাস্থ্য সেবা নিশ্চিতে উপজেলার বেশ কয়েকটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছি। এ সময় মেডিকেল প্রাকটিস ও প্রাইভেট ক্লিনিক ও ল্যাবরেটরীজ (রেগুলেশন) অর্ডিনেন্স ১৯৮২ আইনের ১৩ ধারা অনুযায়ী ৩ টি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা ও ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।