[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রাঙ্গামাটির রাজস্থলীতে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিতখাগড়াছড়ির রামগড় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ চারা বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল৭২এর মুজিববাদী সংবিধানে সকল জাতিগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি: নাহিদ ইসলামকাপ্তাইয়ে ভোক্তা অধিকার এর অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানানৌবাহিনী স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনাচুক্তি বাস্তবায়ন নিয়ে সৌহার্দপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদরাঙ্গামাটি শ্রী শ্রী লোকনাথ যোগাশ্রমের (মন্দির) ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগরাঙ্গামাটির লংগদু উপজেলাস্থ ভাইবোনছড়ায় বৃদ্ধ মজিবুর এর জায়গা দখলের অভিযোগকাপ্তাই বাংলা কলোনি মসজিদের মুয়াজ্জিনের ইন্তেকাল
[/vc_column_text][/vc_column][/vc_row]

নাইক্ষ্যংছড়িতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

৭৬

॥ মু. মুবিনুল হক মুবিন, নাইক্ষ্যংছড়ি ॥

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রদল। রবিবার (২৯ মে) বিকালে উপজেলা সদরের পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন সড়ক থেকে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াবুল হক জিয়া ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহনেওয়াজ চৌধুরীর নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেস্টহাউজ এর সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আরিফ উল্লাহ ছোট্টো, সিনিয়র সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান রশিদ আহাম্মদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাহাদুর, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আবছার সোহেল, সংগঠনিক সম্পাদক মওলানা সুলতান আহমদ, ডাঃ ফরিদ আহমদ, মহিলা দলনেত্রী সাবেক ভাইস-চেয়ারম্যান হামিদা চৌধুরী, উপজেলা মহিলা দলের আহ্বায়ক রাশেদা বেগম,বিএনপির সহ-সংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম,দপ্তর সম্পাদক জহির আহাম্মদ, প্রচার সম্পাদক মোঃ ইউনুছ, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান চৌধুরী সোহেল,সদস্য সচিব আবু কাইছার,ঘুমধুম বিএনপি নেতা রশিদ আহাম্মদ, বাইশারী বিএনপি নেতা আবুল কালাম,ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান,মিনহাজ কলেজ ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলমসহ দলটির অঙ্গ সংগঠনের নেতা-কর্মীকে অংশ নেন।

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়াকে মৃত্যুর হুমকি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় ছাত্রদলের ক্যাম্পাস অভিমুখী শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগের সন্ত্রাসীরা গুলিবর্ষণ এবং সশস্ত্র হামলা চালায়। বিশ্ববিদ্যালয়ে কার্যকর সহাবস্থান এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে না পারলে ছাত্রলীগের সন্ত্রাসের দায়ভার উপাচার্য এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বহন করতে হবে। ছাত্রদল মনে করে, ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের সন্ত্রাসের ব্যাপারে নির্লিপ্ত থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজেদেরকে ফ্যাসিবাদের হাতিয়ার হিসেবে প্রমাণ করছে এবং তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে বিবেচিত হবে বলে মন্তব্য করেন।