[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বান্দরবানের রুমা গ্রামবাসীর প্রশ্ন কত বছর অপেক্ষা করলে পাকা-নিরাপদ সড়ক পাবখাগড়াছড়ির মাটিরাঙ্গায় গণধর্ষণের শিকার উপজাতি কিশোরী, আটক-২রাঙ্গামাটি জেলায় শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- কাজল তালুকদারসেবাপ্রাপ্তীদের প্রত্যাশা পুরণে রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল বদ্ধ পরিকর: সিভিল সার্জনখাগড়াছড়ির রামগড়ে পিতা হত্যা’র আসামি ছেলে পুলিশের হাতে গ্রেপ্তাররাঙ্গামাটিতে মৃত হাতি শাবককে ৪৮ঘণ্টা ধরে পাহাড়ায় হাতির দলজাতীয় নিরাপদ সড়ক দিবসে দীঘিনালায় সচেতনতামূলক সভাবাল্যবিবাহ নারীর ক্ষমতায়নকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছেকাপ্তাই আইডিইবি’র নতুন সভাপতি- ইমাম ও সাঃ সম্পাদক-আলীআইডিইবি কাপ্তাই সাংগঠনিক জেলা নির্বাহী কমিটি সম্মেলন অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

থানচি’র জীবনগরে ট্রাক খাদে পড়ে নিহত ১ আহত ৩

২০৪

॥ চিংথোয়াই অং মার্মা, থানচি ॥

বান্দরবানে থানচিতে জীবননগর সড়কে ইস্পাত সরঞ্জাম মালবাহী একটি ট্রাক দুর্ঘটনা কবলিতের প্রায় এক হাজার ফুট নিচে খাটে পড়ে ১ জন নিহত ও ৩ জন গুরত্বর আহত হয়েছে। রোববার (২৯ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে বান্দরবান থেকে থানচি যাওয়ার পথে জীবননগর নীলদিগন্ত পর্যটন এলাকায় ট্রাকটি খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় ঘটনাস্থলে চালানদার ফরিদপুরের বাসিন্দা মোহাম্মদ সাঈদ (৩০) মারা যায়। এসময় আহতরা হলেন ট্রাকচালক চট্টগ্রাম বন্দরের নিমতলা বিশ্বরোড় এলাকার বাসিন্দা মোঃ আব্দুল মজিদ (৫০)। কুমিল্লার নাঙ্গলকোট মঘুয়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ রিজওয়ানা (২২) ও চাঁদপুরের মোঃ ফরহাদ (২৪) বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানা যায়, কর্টেজ তৈরীর জন্য ইস্পাতের সরঞ্জাম ভর্তি ট্রাকটি চট্টগ্রাম থেকে বান্দরবানে হয়ে থানচিতে আসার পথে জীবননগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের প্রায় ১ হাজার ফুট নিচে খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে হতাহতদের উদ্ধার করে বলিপাড়া ৩৮ বিজিবি জোনের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে শেষে হতাহতদের বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্রাকচালক আব্দুল মজিদ (৫০) জানান, থানচিতে পর্যটনকেন্দ্র নির্মাণের জন্য ট্রাক ভর্তি সরঞ্জাম রড নিয়ে আসলে একপর্যায়ে নীল দিগন্ত পর্যটনকেন্দ্রের ঢালু রাস্তায় নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি পাহাড়ে খাদে পড়ে যায়। গাড়িতে সরঞ্জাম রডের চালানদারসহ আমরা ৪ জন ছিলাম।

এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় বলেন, ১ জন নিহত ও ৩ জনের গুরত্বর আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুঁটে যান বিজিবি, পুলিশ, ফায়ার ফাইটার দল ও স্থানীয়রা। তিনি আরো বলেন, ঘটনাস্থল থেকে গুরত্বর আহত অবস্থায় ড্রাইভার ও দুই শ্রমিককে উদ্ধার করে বলিপাড়া ৩৮ বিজিবি ব্যাটালিয়ন হাসপাতালে চিকিৎসার সেবা প্রদান করা হয়। পরে হতাহতদের বান্দরবান সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।