খাগড়াছড়িতে ভূমি ও শিক্ষা সেবার মানোন্নয়নে উপজেলা কর্তৃপক্ষের সাথে সনাকের সভা
॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ি সদর উপজেলার ভূমি ও প্রাথমিক শিক্ষা সেবার মানন্নোয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সচেতন নাগরিক কমিটি (সনাক), খাগড়াছড়ির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯মে) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সনাকের সভাপতি সভাপতি প্রফেসর বোধিসত্ত্ব দেওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার। সভায় প্রধান অতিথি বলেন, জনগণের সচেতনতা সেবা প্রদান ও গ্রহণ সহজতর হয়। তিনি সচেতন নাগরিক কমিটি (সনাক) এর জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচি আরো ব্যপক হারে প্রচার করার পরামর্শ দেন।
সহকারি কমিশনার (ভূমি) পিয়াস চন্দ্র দাস বলেন, অধিকাংশ জমির মালিকানা হচ্ছে নারী। কিন্তু অনেক নারী জানেন না যে, তার নামে কতটুকু জমি আছে। ওয়ারিশসুত্রে জমি বন্টন বিষয়ে অনেকের ধারনা নেই। এই খাতে লোকবল সংকট রয়েছে বলে জানান তিনি।
উপজেলা শিক্ষা অফিসার মোঃ রবিউল ইসলাম বলেন, বিদ্যালয় সংশ্লিষ্ট বিশেষ করে অভিভাবকদের সচেতনা খুবই জরুরি। তিনি বিভিন্ন বিদ্যালয়ের অবকাঠামোগত এবং শিশুদের খেলার মাঠ নিরাপদ রাখা ইত্যাদি সমস্যার কথা তুলে ধরেছেন।
সনাক এর সদস্য মোঃ জহুরুল আলম বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটিদের সক্রিয়তা না থাকলে এই খাতে প্রত্যাশিত সেবা পাওয়া যাবে না। তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটিদের নিয়মিত সভাকরা ও গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের উপর জোর দেন। তিনি আরো বলেন, ভূমি খাতে অনেক জটিলতা আছে যার সমাধান এখানে সম্ভব নয়।
সভাপতির বক্তব্যে সনাক সভাপতি প্রফেসর বোধিসত্ত্ব দেওয়ান বলেন, টিআইবি বা সনাক কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের দুর্নীতি নিয়ে কাজ করে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সম্পৃক্তকরণের মাধ্যমে সনাক মূলত দুর্নীতির বিরুদ্ধে জনগণকে সচেতন করে তোলার চেষ্টা করে।
সভায় টিআইবি-খাগড়াছড়ির এরিয়া ম্যানেজার মোঃ আব্দুর রহমান, সচেতন নাগরিক কমিটি (সনাক)’ খাগড়াছড়ির সদস্য ও টিআইবি- ইয়েস সদস্যগণ অংশ নেন।