রাঙ্গামাটিতে “নিরাপদ মাতৃত্ব দিবস” পালিত
॥ মোঃ আরিফুর রহমান ॥
‘মা ও শিশুর জীবন বাচাঁতে স্বাস্থ্য কেন্দ্রে যেতে হবে’ এই প্রতিপাদ্যে রাঙ্গামাটিতে“নিরাপদ মাতৃত্ব দিবস” -২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ মে) সকালে রাঙ্গামাটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে ও ইপসা সুখী জীবন প্রকল্পের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের হল রুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃবিনোদ শেখর চাকমা, রাঙ্গামাটি ডায়াবেটিক হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ আব্দুল গফুর মোল্লা, ইপসা সুখী জীবন প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর গৌতম কুমার সহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের অন্যান্য কর্মকর্তা, কর্মচারী, মাঠকর্মী ও ইপসার ভোলেন্টিয়ারগণ।
সভায় ডাঃ বিনোদ শেখর চাকমা বলেন, বর্তমান প্রেক্ষাপটে আজকের নিরাপদ মাতৃত্ব দিবসের প্রতিপাদ্য বিষয় খুবই উপযোগী হয়েছে। মা ও শিশুর জীবন বাচাঁনোর জন্য আমাদের সকল গর্ভবতী মাকে নিকটস্থ সেবা কেন্দ্রে প্রেরণের জন্য আমাদের মাঠ পর্যায়ে ও কমিউনিটি ক্লিনিকে যারা কাজ করেন তাদের আরও জোরালো ভুমিকা রাখতে হবে। প্রত্যেকটা ডেলিভারি যেন স্বাস্থ্যসেবা কেন্দ্রে হয় সে বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য তিনি নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি গর্ভকালীন পাঁচটি বিপদ চিহ্ন সম্পর্কে মায়েদের সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান তিনি ।