[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বান্দরবানের রুমা গ্রামবাসীর প্রশ্ন কত বছর অপেক্ষা করলে পাকা-নিরাপদ সড়ক পাবখাগড়াছড়ির মাটিরাঙ্গায় গণধর্ষণের শিকার উপজাতি কিশোরী, আটক-২রাঙ্গামাটি জেলায় শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- কাজল তালুকদারসেবাপ্রাপ্তীদের প্রত্যাশা পুরণে রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল বদ্ধ পরিকর: সিভিল সার্জনখাগড়াছড়ির রামগড়ে পিতা হত্যা’র আসামি ছেলে পুলিশের হাতে গ্রেপ্তাররাঙ্গামাটিতে মৃত হাতি শাবককে ৪৮ঘণ্টা ধরে পাহাড়ায় হাতির দলজাতীয় নিরাপদ সড়ক দিবসে দীঘিনালায় সচেতনতামূলক সভাবাল্যবিবাহ নারীর ক্ষমতায়নকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছেকাপ্তাই আইডিইবি’র নতুন সভাপতি- ইমাম ও সাঃ সম্পাদক-আলীআইডিইবি কাপ্তাই সাংগঠনিক জেলা নির্বাহী কমিটি সম্মেলন অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

মন্দিরের নব নির্মিত ভবন শুভ উদ্ভোধন কালে পার্বত্য মন্ত্রী

থানচি মডেল উপজেলা রূপের রূপান্তরিত হচ্ছে

৬৬

॥ থানচি উপজেলা প্রতিনিধি ॥

থানচি মডেল উপজেলা রূপের রূপান্তরিত হচ্ছে। এ উপজেলায় পর্যটনের বিকাশ, পাহাড়ে যোগাযোগের জন্য অভ্যন্তরীন সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানসহ নানান উন্নয়ন ও বাস্তবায়ন করছে বিধায় বান্দরবানে থানচির মডেল রূপান্তরিত ও এলাকার অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন হচ্ছে বলে মন্তব্য করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং) এমপি।

শুক্রবার (২৭ মে) উপজেলা সদর সনাতন ধর্মাবল্বীদের সর্বজনীন শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরের নব নির্মিত ভবন শুভ উদ্ভোধন কালে তিনি এসব কথা বলেন ॥

তিনি আরো বলেন, পাহাড়ে মানুষের প্রতি প্রধানমন্ত্রী অগাধ ভালবাসা রয়েছে বলে পার্বত্য চট্টগ্রামে উন্নয়নের ছোঁয়া লেগেই চলছে। শেখ হাসিনা সরকারের নিরলসভাবে পাহাড় ও সমতলে বিভিন্ন উন্নয়ন কাজ করে যাচ্ছে। এ সময়ে তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড (পাচউবো) এর অর্থায়নের ২ কোটি ৭৫ লক্ষ টাকার ব্যয়ের বলিপাড়া ইউনিয়নের থানচি সড়ক হতে নাইন্দারী পাড়া পর্যন্ত সড়ক নির্মান, বাস ষ্টেশন নির্মানে মোট তিনটি মেগা প্রকল্প ভিত্তিপ্রস্তর উদ্ধোধন করা হয়।

এদিকে একই দিনের দুপুরে উপজেলা দুর্গম তিন্দু ইউনিয়নের তিন্দু বাজার প্রাঙ্গনে বিনামূল্যে সোলার হোম সিষ্টেম, ভিজিডি, ক্রীড়া সামগ্রী, ডেকোরেটর সামগ্রী, জেনারেটর বিতরণ করে এ এলাকায় জনগনের সাথে মত বিনিময় সভায় বক্তব্যের পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং) এমপি বলেন, ‘গ্রাম হবে শহর’ ও ‘বিদ্যুৎ বিহীন থাকবে না, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ঘোষণা’ বাস্তবায়নের দুর্গম থানচির তিন্দু ইউনিয়নের গ্রামে সৌর বিদ্যুৎ পৌঁছে দিচ্ছে- সরকার। এ এলাকার হত দরিদ্র অসহায়, বিধবা, প্রতিবন্ধি’সহ ৫শত ৭৬ পরিবারের ঘরে হোম সোলার সিষ্টেমের সৌর বিদ্যুৎতের আলো জ্বালানো হয়েছে।

এছাড়াও তিনি ১৯৯০ সালে বান্দরবান হতে থানচিতে পৌঁচ্ছাতে ৪-৫ দিনের শংঙ্খ নদীর বৈঠায় চালিত নৌকা যোগে যাতায়াতের নৌকায় বসে দিন পার হওয়া অভিজ্ঞতা কথা শেয়ারের তিনি আরো বলেন, তখনকার সময়ে এখানে যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য সেবা ব্যবস্থাসহ কোনো কিছুই ছিল না। সেখানে বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আন্তরিকতায় তিন্দু বাজার পর্যন্ত সড়ক, বিদ্যুৎ, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য সেবা জন্য কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র, পর্যটন বিকাশে নানান অবকাঠামোগত উন্নয়ন হয়েছে।
এসময় মন্ত্রী সরকারী সফরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড হোম সোলার সিষ্টেম এর প্রকল্প পরিচালক মোঃ হারুন অর রশিদ, বিজিবি ৩৮ ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল খন্দকার মুহাম্মদ শরীফ- উল-আলম পিএসসি, বান্দরবানে নির্বাহী ম্যাজিষ্টেট রাজীব কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার, বান্দরবান জেলা পরিষদের সদস্য বাশৈচিং চৌধুরী, ক্যসাপ্রু মারমা, তিংতিংম্যা মারমা, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী-লীগের সভাপতি থোয়াইহ্লা মং মারমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাহুল চন্দ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায়,সহ উপজেলা আওয়ামী-লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।