আলীকদম চৈক্ষ্যং ইউনিয়ন যুবদলের আহব্বায়ক কমিটি গঠিত
॥ আলীকদম উপজেলা প্রতিনিধি ॥
দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকলেও ইউনিয়ন যুবদলকে চাঙ্গা করতে ও নিষ্ক্রিয় কমিটি সক্রিয় করতে বান্দরবানের আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে উপজেলা যুবদল। গত শুক্রবার (২৭ মে) ৩টি ইউনিয়ন নেতৃবৃন্দের কাছে ইউনিয়ন যুবদলের অনুমোদিত কমিটির তালিকা হস্তান্তর করেছেন আলীকদম উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ ইলিয়াছ মিয়া ও সদস্য সচিব মোঃ মীর কাশেম চুট্টো। এসময় উপজেলা বিএনপির আহ্বায়ক মাশুক আহামদ ও যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভূট্টো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আলীকদম উপজেলার ২ নং চৈক্ষ্যং ইউনিয়নে মোঃ জামাল হোসেন কে আহ্বায়ক এবং যুগ্ম আহব্বায়ক জামাল উদ্দিন, আরমানুল ইসলাম, আজিজুল হক জুয়েল, দিল মোহাম্মদ ও মোঃ রফিককে সদস্য করে ২১ জন সদস্য বিশিষ্ট ইউনিয়ন যুবদলের কমিটি অনুমোদন দিয়েছেন উপজেলা যুবদল।
২ নং চৈক্ষ্যং ইউনিয়নে আহ্বায়কের দায়িত্ব পেয়ে যুবদলের আহ্বায়ক মোঃ জামাল হোসেন বলেন, বিগত সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিসহ, কেন্দ্রীয় কমিটির ঘোষিত নানা ধরনের কর্মসূচি পালন সহ বিভিন্ন আন্দোলনে সক্রিয় ছিলাম। তিনি আরো বলেন, আমাকে যারা ২নং চৈক্ষ্যং ইউনিয়নে আহব্বায় করেছেন তাদের অভিন্দন জানাচ্ছি। আগামী দিনে আমার নেতৃীত্বে বৃহত্তর চৈক্ষ্যং ইউনিয়নে অতিদ্রুত ১ থেকে ৯ নং ওয়ার্ড পর্যন্ত ওয়ার্ড যুবদলের কমিটি গঠন করা হবে। বিভিন্ন সময়ে রাজনৈতিক কারণে প্রতিপক্ষের নানা হয়রানি ও একাদিক মিথ্যা মামলায় হয়রানী শিকার হয়েছি। তবুও আন্দোলন ও মিছিল মিটিংয়ে থেকে পিছ পা হয়নি গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন বেগবান করতে আগামীতে বিএনপির কেন্দ্রীয় কমিটির যে কোন কর্মসূচি দিলে সেটা ঐক্যবদ্ধ পালন করা হবে।
উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ ইলিয়াস মিয়া বলেন গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন বেগবান করতে ও রাজনৈতিক মাঠে সক্রিয় ও দূঃসময়ের নেতাকর্মীদের নিয়ে ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে।