মানিকছড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা বদর উদ্দিন’র দাফন সম্পন্ন
॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
মানিকছড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মোঃ বদর উদ্দীন’র দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২৫ মে) সকাল ১১টার দিকে মানিকছড়ি উপজেলার ঢাকাইয়া শিবির কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে জানাজা শেষে বাটনাতলী-মানিকছড়ি সড়কের পাশে সামাজিক কবর ¯’ানে তাকে দাফন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা মোঃ বদর উদ্দীনকে দাফনের আগে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ শ্রদ্ধা নিবেদন করেন। পরে খাগড়াছড়ি জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এ সময় মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী, মানিকছড়ি থানার ওসি মোহাম্মদ শাহানূর আলম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সফিউল আলম চৌধুরী, বাটনাতলী ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম, সাবেক বাটনাতলী ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম মোহন, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ সামায়উন ফরাজী সামুসহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপ¯ি’ত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, নানা রোগে আক্রান্ত হয়ে প্রায় এক বছর যাবৎ তিনি ভুগছিলেন। তবে গত ছয় মাস ধরে তার অবস্থ’ার অবনতি হলে গত ২৪ মে মঙ্গলবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে ঢাকাইয়া শিবিরস্থ’ তার নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, নাতি-নাতনিসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামীলীগ, স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্ট্যজনেরা শোক প্রকাশ করেছেন।