[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
নারীবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হবেশান্তি সম্প্রতি ও উন্নয়নে রামগড় ৪৩ বিজিবি’র মানবিক সহায়তা প্রদানবাঘাইছড়ির সাজেক সড়কে ৮ঘন্টা পর যানবাহন চলাচল স্বাভাবিকখাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতদীঘিনালায় পার্টনার ফিন্ড স্কুল কংগ্রেস’র কৃষক সমাবেশনিহত ছাত্র উক্যাচিং মারমার পরিবারের খোঁজ নিলেন তারেক রহমানখাগড়াছড়ির রামগড়ে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ প্রদানবান্দরবানের লামার মিরিঞ্জা কটেজে গলায় ফাঁস দিয়ে পর্যটকের মৃত্যুঋতুপর্ণা’র মায়ের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রানলয়ের অর্থিক সহায়তা প্রদানরাজস্থলীর বাঙ্গালহালিয়াতে উক্য চিং মারমার সৎকার সম্পন্ন
[/vc_column_text][/vc_column][/vc_row]

দীঘিনালায় ৭দিন ব্যাপি নকশী কাঁথা প্রশিক্ষণ উদ্বোধন

৪১

॥ মোঃ সোহলে রানা, দীঘিনালা ॥

খাগড়াছড়ি দীঘিনালা যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে ৭দিন ব্যাপী অপ্রতিষ্ঠানিক নকশী কাঁথা প্রশিক্ষণ উদ্বোধন শুরু হয়েছে।

বুধবার (২৫মে) সকাল সাড়ে ১০টায় দীঘিনালা যুব উন্নয়ন অধিদপ্তর‘র আয়োজনে দীঘিনালা বন বিহার জুম্মবী ক্লাবে ৭দিন ব্যাপি অপ্রতিষ্ঠানিক নকশী কাঁথা বিষয়ক প্রশিক্ষন উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা যুব উন্নয়ন উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দীঘিনালা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিরুপন চাকমা, সাংবাদিক মোঃ সোহেল রানা, অফিস সহকরাী মোঃ ছালাম মোল্লা ও সুপারভাইজার প্রদীপ চাকমা। এতে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করবেন, দীঘিনালা ক্ষুদ্র তাঁত শিল্পের (বিসিক) প্রশিক্ষক মোছাঃ বাছিরুন আক্তার।

উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ মিজানুর রহমান বলেন, জীবন জীবিকা নিবাহে প্রশিক্ষনের বিকল্প নেই। অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে হলে প্রশিক্ষন নিয়ে প্রশিক্ষন লব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে নিজেকে স্বাবলম্বী করতে হবে। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে শিক্ষিত বেকার যুব-যুবতীরা বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষন নিয়ে প্রকল্প গ্রহণের মাধ্যমে স্বাবলম্বী হয়েছে। নকশী কাঁথা বিষয়ক প্রশিক্ষণে ৩০জন নারী প্রশিক্ষনার্থী অংশ গ্রহন করছে।