দীঘিনালায় ৭দিন ব্যাপি নকশী কাঁথা প্রশিক্ষণ উদ্বোধন
॥ মোঃ সোহলে রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালা যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে ৭দিন ব্যাপী অপ্রতিষ্ঠানিক নকশী কাঁথা প্রশিক্ষণ উদ্বোধন শুরু হয়েছে।
বুধবার (২৫মে) সকাল সাড়ে ১০টায় দীঘিনালা যুব উন্নয়ন অধিদপ্তর‘র আয়োজনে দীঘিনালা বন বিহার জুম্মবী ক্লাবে ৭দিন ব্যাপি অপ্রতিষ্ঠানিক নকশী কাঁথা বিষয়ক প্রশিক্ষন উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা যুব উন্নয়ন উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দীঘিনালা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিরুপন চাকমা, সাংবাদিক মোঃ সোহেল রানা, অফিস সহকরাী মোঃ ছালাম মোল্লা ও সুপারভাইজার প্রদীপ চাকমা। এতে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করবেন, দীঘিনালা ক্ষুদ্র তাঁত শিল্পের (বিসিক) প্রশিক্ষক মোছাঃ বাছিরুন আক্তার।
উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ মিজানুর রহমান বলেন, জীবন জীবিকা নিবাহে প্রশিক্ষনের বিকল্প নেই। অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে হলে প্রশিক্ষন নিয়ে প্রশিক্ষন লব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে নিজেকে স্বাবলম্বী করতে হবে। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে শিক্ষিত বেকার যুব-যুবতীরা বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষন নিয়ে প্রকল্প গ্রহণের মাধ্যমে স্বাবলম্বী হয়েছে। নকশী কাঁথা বিষয়ক প্রশিক্ষণে ৩০জন নারী প্রশিক্ষনার্থী অংশ গ্রহন করছে।